নেই রেশন-তলব, পালরবন্দ বাগানের শ্রমিকদের বিক্ষোভ শিলচরে

নেই রেশন-তলব, পালরবন্দ বাগানের শ্রমিকদের বিক্ষোভ শিলচরে

আলি চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর : বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন পালরবন্দ চা-বাগান সহ সেখানের ৫টি ডিভিশনের শ্রমিকরা। শুক্রবার প্রাক্তন বিধায়ক তথা চা শ্রমিক ইউনিয়নের নেতা রাজদীপ গোয়ালার উপস্থিতিতে কাছাড়ের জেলা আয়ুক্ত  কার্যালয়ের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর জেলা আয়ুক্ত মৃদুল যাদবের হাতে একটি স্মারকপত্র তুলে দেওয়া হয়।

বরাক চা শ্রমিক ইউনিয়ন ও বরাক চা যুব কল্যাণ সমিতির উদ্যোগে পালরবন্দ চা বাগান সহ বাগানের অধীন নারায়ণপুর, আলিপুর, ডলুগ্রাম ও স্কটপুরের সকল শ্রমিকরা তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন। বিক্ষোভ চলাকালীন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ইউনিয়নের সভাপতি রাজদীপ গোয়ালা বলেন, বাগান কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবৎ শ্রমিকদের রেশন ও তলব থেকে বঞ্চিত রেখেছে। পিএফের কোটি কোটি টাকাও শ্রমিকদের দেয়নি বাগান কর্তৃপক্ষ। ফলে শ্রমিকরা তাঁদের নায্য আদায়ের দাবিতে জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকপত্র প্রদান করে বাগান ম্যানেজমেন্ট সহ মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নেই রেশন-তলব, পালরবন্দ বাগানের শ্রমিকদের বিক্ষোভ শিলচরে

এদিকে, সরকার ভারত মামলা প্রকল্পের অধীন কিছু ক্ষতিপূরণ বাগান কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। শ্রমিকদের দাবি তাঁদের বকেয়া মিটিয়ে না দেওয়া পর্যন্ত সরকার যেন বাগান কর্তৃপক্ষকে ভারত মালা প্রকল্পের ক্ষতিপূরণ প্রদান থেকে বিরত থাকেন। এদিন রাজদীপ গোয়ালা ছাড়াও খোরদ কর্মকার, বাবুল নারায়ন কানু, দুর্গেশ কুর্মী, গঙ্গাসাগর কর্মকার সহ অনেকে উপস্থিত ছিলেন।

Author

Spread the News