কমে যাচ্ছেন মণিপুরি, বেশি করে সন্তান নেওয়ার আহবান মৈরা পাইবির
নুপিলান অবজারভেশন অনুষ্ঠান সোনাইয়ে_____
বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর : বিভিন্ন এলাকায় মণিপুরি জাতির জনসংখ্যা হ্রাস পাচ্ছে। এখন ছোট পরিবার সুখীর পরিবার নিয়ে এগোলে হবে না। তাই জনসংখ্যা বৃদ্ধিতে আগের মতো মনোনিবেশ হোন। এই ভাবেই বিশাল অনুষ্ঠানে উপস্থিত মণিপুরিদের উদ্দেশে এই বার্তা দিলেন মণিপুরি সমাজের বিশিষ্ঠরা। বৃহস্পতিবার অল আসাম মণিপুরি উমেন মৈরা পাইবি কো-অর্ডিনেশন কমিটির ব্যবস্থাপনায় সোনাইর মঙ্গলপুরে অনুষ্ঠিত হয় ৮৫ তম নুপিলান পর্যবেক্ষণ দিবস। আর এই অনুষ্ঠানেই মৈরা পাইবির সংগঠনের তরফে জনসংখ্যা বৃদ্ধিতে গুরুত্ব দিয়ে সচেতনতায় জোর দিতে প্রস্তাব নেওয়া হয়। অল আসাম মণিপুরী উমেন মৈরা পাইবি কো-অর্ডিনেশন কমিটির সহ সভানেত্রী রেণুবালা সিংহ জানান, উদ্বেগজনক ভাবে মণিপুরি জাতির সংখ্যা হ্রাস পাচ্ছে। ফ্যামিলি প্লানিংয়ের ফলে বিভিন্ন এলাকায় কমে যাচ্ছে মণিপুরি লোক। তাই জাতিকে রক্ষার্থে এখন ফ্যামিলি প্লানিং চিন্তা থেকে দূরে সরে যেতে হবে। আগের মতো সন্তান বৃদ্ধিতে জোর দিতে মণিপুরী সমাজের কাছে এখন তাঁরা আহবান জানাচ্ছেন। আর সংগঠনের নুপিলান অবজারভেশন দিবসে অন্যান্য প্রস্তাবাদীর সঙ্গে এই প্রস্তাবও নেওয়া হয়েছে। এছাড়া এদিনের অনুষ্ঠানে প্রস্তাব নেওয়া হয়, অসমে মণিপুরি অটোনমাস কাউন্সিল গঠনের দাবি তীব্র করা। সম্প্রতি মণিপুর রাজ্যের আর্মি ক্যাম্প থেকে নিখোঁজ হওয়া গোসাইপুরের কমলবাবুর সিংহ উদ্ধারের দাবিতে প্রতিবাদ গড়ে তোলা। প্রয়োজনে জেলা কমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ ও বিধানসভার সম্মুখে ধর্না প্রদর্শন করা সহ গুরুত্বপূর্ণ প্রস্তাব নেওয়া হয়।
এদিন দু’টি অধিবেশনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানে মণিপুরী সমাজের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। এদিন সকাল আট’টায় পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল সাড়ে এগার’টা থেকে আসাম মণিপুরি উমেন মৈরা পাইবি কো-অর্ডিনেশন কমিটির সভানেত্রী অরুণা দেবীর পৌরহিত্যে আয়োজিত প্রকাশ্য অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মণিপুর রাজ্যের বিশিষ্ঠ ব্যক্তি এন বুদ্ধচন্দ্র সিংহ, মণিপুর রাজ্যের উমেন সোসিও-ইকোনোমিক ডেভেলপমেন্টের সভানেত্রী আরকে থারাক সনা দেবী, আসাম মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন রীনা সিংহ, রাজ্য সরকারের ইরিগেশন বিভাগের অবসরপ্রাপ্ত সচিব আরকে গোপাল সনা।

সংগঠনের সহ সভানেত্রী বিম্ভাবতি দেবীর পৌরহিত্যে প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন আসাম মণিপুরি নেশন্যাল কাউন্সিলের সভাপতি ক্ষেত্রিময়ূম সিংহজিৎ, ইউনাইটেড মণিপুরি অ্যাসোসিয়েশনের সহ সভাপতি এডভোকেট শেনজম বিক্রমজিত, ইয়ং মণিপুরি কাউন্সিলের সভাপতি রমেন লুরাং ও প্রাক্তন প্রধান শিক্ষক এম সিংহ, জিৎ সিংহ। এছাড়া অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আইনজীবী রমাকান্ত সিংহ, সহ সভানেত্রী রেণুবালা সিংহ, সাধারণ সম্পাদক কমলাবতী দেবী, অবজারভেশনের অভ্যর্থনা কমিটির সভানেত্রী বিনারানী সিংহ, কাবুগঞ্জ জনতা কলেজের অধ্যাপক এন,ডি হোদাম্বা প্রমুখ। এদিনের অনুষ্ঠানে দাবি সম্বলিত নেওয়া একাধিক প্রস্তাবে সহমত পোষণ করেন উপস্থিতরা। অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন প্রান্তের অসংখ্য মণিপুরি মহিলারা উপস্থিত হন।
