বিহারকে বিশেষ রাজ্যের দাবি নীতিশ কুমারের

২২ নভেম্বর : বিহারকে এবার বিশেষ রাজ্যের দাবি জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এই খবরটি তিনি নিজেই জানিয়েছেন। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিহার মন্ত্রীসভা এবিষয়ে একটি প্রস্তাব পাশ করেছে। এবার এটিকে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। জাতিগণনা নিয়েও বিহার অন্য রাজ্য থেকে এগিয়ে তাও তিনি লেখেন পোস্টে। নীতিশের মতে, দেশে ক্রমাগত জনসংখ্যা বাড়ছে। জাতিগণনা হলে তবেই প্রতিটি ক্ষেত্রে সঠিকভাবে উন্নতি সম্ভব। জাতিগণনার পর বিহারের ৯৪ লক্ষ পরিবার সরাসরি উপকৃত হবেন বলেও দাবি করেন তিনি। প্রতিটি পরিবারকে কর্মসংস্থানের জন্য ২ লক্ষ টাকা করে দেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাসি ৩৯ লক্ষ পরিবারকে পাকা ঘর দেওয়া হবে।

এছাড়াও জমি কেনার জন্য অর্থের পরিমান ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে প্রায় ৬৪ হাজার টাকা করা হবে। জাতিগণনার পক্ষে ফের একবার সওয়াল করে তিনি বলেন, যদি জাতিগণনার কাজ দ্রুত শেষ করা যায় তবে উন্নতির এই প্রকল্পগুলিকে দ্রুত শেষ করা যাবে। কেন্দ্রকে কটাক্ষ করে নীতিশ বলেন, জাতিগণনা নিয়ে কেন্দ্রকে বারবার বলার পরও আমল দেওয়া হয়নি।           

Author

Spread the News