ধলাইয়ে গভীর রাতে নয়টি বার্মিজ গরু উদ্ধার, বাজেয়াপ্ত বাহন
রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৪ মার্চ : ধলাইয়ে বার্মিজ গরু পাচারের একটি চক্রের হদিশ পাওয়া গেল। রবিবার রাতে ধলাই থানা এলাকার ধোয়ারবন্দের রামপুই পুঞ্জি থেকে নয়টি বার্মিজ গরু উদ্ধার করা হয়েছে। কাছাড়ের ডিএসপি হেডকোয়ার্টার, ধলাই পুলিশ ও বজরং দলের যৌথ অভিযানে গরুগুলি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, মিজোরামের দিক থেকে গরুগুলিকে আনা হচ্ছিল। কয়েকদিন ধরে বরাকের বিভিন্ন প্রান্তে গরু চুরির ঘটনা সামনে এসেছে।
সম্প্রতি ধলাই থানা এলাকার মথুরাপুর, বিদ্যারতনপুর সহ বিভিন্ন এলাকা থেকে গৃহপালিত গরু চুরির খবর আসে। এর মধ্যেই বার্মিজ গরু পাচারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে ধোয়ারবন্দের রামপুই পুঞ্জি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নয়টি বার্মিজ গরু উদ্ধার করা হয়েছে। গরু পাচারের সঙ্গে জড়িত সন্দেহে একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

পুলিশের অনুমান, গরুগুলিকে মিজোরাম থেকে এনে ধলাইয়ের বিভিন্ন এলাকায় বিক্রির পরিকল্পনা ছিল পাচারকারীদের। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গরু পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।