নিমিষা মৃত্যুদণ্ড বাতিল, এই মুহূর্তে তথ্যভিত্তিক নয়

২৯ জুলাই : ভারতের বিদেশ মন্ত্রক একপ্রকার স্পষ্ট জানিয়ে দিল, কেরালার নার্স নিমিষা প্রিয়ার বিরুদ্ধে ইয়েমেনে জারি মৃত্যুদণ্ড আদেশ বাতিল হয়েছে বলে যে দাবি সামনে এসেছে, তা এই মুহূর্তে তথ্যভিত্তিক নয়। মন্ত্রক সূত্রে মঙ্গলবার জানানো হয়েছে, “নিমিষা প্রিয়া সংক্রান্ত কিছু ব্যক্তি যে তথ্য প্রচার করছেন, তা ভুল এবং বিভ্রান্তিকর।”

এর আগে, সোমবার একটি বিস্ময়কর দাবি করে ভারতের গ্র্যান্ড মুফতির দফতর। তাদের বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের রাজধানী সানায় এক উচ্চপর্যায়ের আলোচনার শেষে নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড সম্পূর্ণরূপে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সিদ্ধান্তের জেরে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা মৃত্যুদণ্ড এখন সম্পূর্ণ রূপে প্রত্যাহার করা হয়েছে বলেই দাবি করা হয়।

কিন্তু, ভারতের বিদেশ দফতরের মতে, ইয়েমেন সরকারের তরফ থেকে এমন কোনও সিদ্ধান্তের সরকারি নথি বা আনুষ্ঠানিক বিবৃতি এখনও পর্যন্ত ভারত সরকারের হাতে এসে পৌঁছায়নি। ফলে, কোনও পক্ষের মৌখিক বক্তব্যের ভিত্তিতে এমন গুরুতর সিদ্ধান্ত কার্যকর হয়েছে, এই দাবি করা অনুচিত ও সময়ের আগে।

Spread the News
error: Content is protected !!