ধলাইয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র বিতরণ নীহাররঞ্জনের

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৯ মার্চ : ধলাইয়ে ৪৩১৩ জন প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র পেলেন। বুধবার ধলাই শ্যামাপ্রসাদ মুখার্জি মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে এই অনুমোদনপত্রগুলি আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নীহাররঞ্জন দাস, নরসিংহপুর ডেভেলপমেন্ট ব্লক অফিসার ও নডেল অফিসার নেইহাট হাওলাই, ব্লক অফিসার নিখিল অধিকারী, পালংঘাট ডেভেলপমেন্ট ব্লক অফিসার রমেন দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিধায়ক নীহাররঞ্জন দাস বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি হিতাধিকারীদের উদ্দেশ্যে বলেন, সরকারি আবাস পেতে কাউকে কোনও উৎকোচ না দেওয়ার জন্য।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও প্রধানমন্ত্রী আবাস যোজনার গুরুত্ব তুলে ধরেন এবং সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ (PMAY-G) হল ভারত সরকারের একটি প্রধান কর্মসূচি, যার লক্ষ্য হল ২০২৪ সালের মধ্যে “সকলের জন্য বাসস্থান” প্রদান করা। এই প্রকল্পের অধীনে, গ্রামীণ এলাকার দরিদ্র পরিবারগুলিকে পাকা বাড়ি তৈরি করতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ধলাইয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র বিতরণ নীহাররঞ্জনের

এই প্রকল্পের ফলে দরিদ্র পরিবারগুলি পাকা বাড়ি পাওয়ার সুযোগ পায়, তাদের জীবনযাত্রার মান উন্নত হয় এবং তারা সামাজিক সুরক্ষা লাভ করে।

Author

Spread the News