অসুস্থ রোগীদের পাশে বিধায়ক নীহাররঞ্জন

বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : বৃহস্পতিবার নিজ কেন্দ্রের ধলাই কেন্দ্রের অধীন পানিভরা জিপির বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে দুস্থ ও অসহায় পরিবারের অসুস্থ রোগীদের খোঁজ নিলেন বিধায়ক নীহাররঞ্জন দাস। সেই সঙ্গে জিপির বিভিন্ন এলাকা পরিদর্শন করে রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয়জল সহ নানান সমস্যা খতিয়ে দেখেন। এছাড়াও সরকারি অনুদান প্রাপ্তি থেকে কোন সুবিধাপ্রাপক বঞ্চিত হচ্ছেন কিনা সেগুলিরও খোঁজ নেন দলীয় কর্মকর্তাদের কাছ থেকে। তিনি পানিভরাবাসীকে আশ্বস্ত করেন জিপির নানাবিধ সমস্যা অগ্রাধিকারের ভিত্তিতে সমাধানের চেষ্টা করবেন। 

এদিন বিধায়ক নীহাররঞ্জন দাস পানিভরা জিপির বেশ কয়েকজন অসুস্থ রোগীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের হাতে কিছু ফলমূল, হরলিক্স তুলে দেন । একই সঙ্গে তিনি রোগীদেরকে কিছুটা আর্থিক সাহায্যও প্রদান করেন। বিধায়ক নীহাররঞ্জন দাস মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রোগীদের আর্থিক সাহায্য প্রদানেরও আশ্বাস প্রদান করেন।

এ দিন জিপি এলাকা পরিদর্শনকালে বিধায়কের সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিলা পরিষদ সদস্য পম্পী নাথ চৌধুরী, প্রাক্তন জেলা পরিষদ সদস্য কৃপেশ ঘোষ, বিজেপি ওবিসি মোর্চা কাছাড় জেলা কমিটির প্রাক্তন সভাপতি রুক্ষ্মিণীকুমার সিনহা, বিজেপি কর্মী ও স্থানীয় বিশিষ্ট সমাজকর্মী অমলেন্দু দাশ, পানিভরা জিপি সভানেত্রী মৌমিতা পাল, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য অমিত কৈরী, বিজেপি ধলাই-নরসিংহপুর মণ্ডল সম্পাদক কৃষ্ণচন্দ্র সিংহ, বিজেপি ওবিসি মোর্চার মণ্ডল সভাপতি ধীরেন্দ্র সিংহ, সঞ্জীব কৈরী, বিমল পাল, বাপ্পা পাল, মোহন গৌড়, বাবুল কৈরী, লিপি দাস প্রমুখ। 

Spread the News
error: Content is protected !!