হাতিখিরা হাসপাতালের নৈশ প্রহরী খুন, আটক ১, সড়ক অবরোধ জনতার
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৫ জানুয়ারি : পাথারকান্দিতে খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বাজারিছড়া থানা অধীন লোয়াইরপোয়া হাতিখিরা কমিউনিটি হেল্থ সেন্টারে ঘটেছে এই লোমহর্ষক খুনের ঘটনাটি। মঙ্গলবার রাত আনুমানিক ৮-৪৫ মিনিট নাগাদ কমিউনিটি হেল্থ সেন্টারের অস্থায়ী নৈশ প্রহরী প্রসনজিৎ আকুড়ার (৩১) রক্তমাখা দেহ হাসপাতালের গেটের সামনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। বাজারিছড়া থানার ওসি এনজে নাথ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।একই সঙ্গে ঘটনার খবর পেয়ে রাতেই পাথারকান্দির সার্কেল অফিসার বলিনবাবা বলারী এসে উপস্থিত হন। সার্কেল অফিসার জানান, যুবককে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। তবে পুলিশের তদন্তে আসল রহস্য বেদ হবে।
এমর্মে বাজারিছড়া থানার ওসি জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত সন্দেহে উত্তম গোঁড় নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বয়স ৪৫, এবং বাড়ি হাতিখিরা ১৮ নম্বর লাইনে। সিসি ক্যামেরার ফুটেজে দু’জনকে দেখা গেলেও একজন এখনও পলাতক। মৃত প্রসেনজিৎ আকুড়ার বাড়িও হাতিখিরায় এলাকায় বলে জানা গেছে। পুলিশের প্রথমিক তদন্তে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এবং ঘটনাস্থল থেকে পুলিশ রক্তমাখা দু’টি লোহার রড সহ একজুড়া চপ্পল ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে।
রাতেই সার্কল অফিসারের উপস্থিতিতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আশে পরে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলা সদরে সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে, উত্তেজিত জনতার বুধবার সকালে খুনের ঘটনার প্রতিবাদে অসম-ত্রিপুরা আট নং জাতীয় সড়ক অবরোধ করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানাযন।
উল্লেখ্য, নিহত প্রসেনজিৎ আকুড়ার বিজেপির একনিষ্ঠ কর্মী ছিলেন। তার খুনের খবর পেয়ে রাজ্যে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল রাতে লোয়াইরপোয়া মণ্ডল বিজেপি সভাপতি সম্পা চৌধরী ও প্রাক্তন সভাপতি হৃষীকেশ নন্দী সহ শ্যাম আখুড়া, রামসকল কৈরী, অমিতাভ দে, স্বপন পাল ও রতন কুরমি ঘটনা স্থলে যাওয়া নির্দেশ দিলে তারা সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে উপস্থিত হয়ে মৃত্যু দেহ উদ্ধারে পুলিশকে সহায়তা করেন এবং মৃতদেহ ময়নাতদন্ত জন্য পাঠানোর ব্যাবস্থা করেন।
কী কারনে তাকে হত্যা করা হয়েছে তা জানা না গেলেও পুলিশি তদন্তে খুনের আসল রহস্য বেরিয়ে আসবে বলে আশাবাদী স্থানীয় জনগণ।