এনএইচএম কর্মীরদের অবস্থান ধর্মঘট অব্যাহত
বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে দ্বিতীয় দিনেও অবস্থান ধর্মঘট পালন করল কাছাড় জেলা এনএইচএমের ৭ শতাধিক কর্মচারী। শিলচর সতীন্দ্রমোহন দেব অসামরিক হাসপাতাল প্রাঙ্গণে এদিন ধর্মঘটের দ্বিতীয় দিন সম কাজের সম বেতন সহ মোট পাঁচ দফা দাবির স্লোগানে মুখরিত করে তুলেন রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের এএনএম, জিএনএম, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, কম্যুনিটি হেল্থ অফিসার, চিকিৎসক সহ জেলা ও স্বাস্থ্যখন্ডের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের ম্যানেজমেন্টের সকল স্তরের কর্মকর্তারা।
এনএইচএম এমপ্লোয়িজ অ্যাসোসিয়েশন (এনইএ) ও সারা আসাম হেল্থ এন্ড টেকনিক্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (আটোয়া)-র কেন্দ্রীয় কমিটি আয়োজিত রাজ্যব্যপি এই ধর্মঘট গত সোমবার তিনদিনের সূচি নিয়ে শুরু হয়। আগামীকাল অবস্থান ধর্মঘটের সমাপন ঘটবে। তবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর অবধি এনএইচএমের কর্মচারীরা কোনধরনের রিপোর্টিং করবেন না।

