সোনাইয়ে জয়ী এনএইচ স্পোর্টিং লায়লাপুর
শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২৯ জুলাই : রাহুলের জোড়া গোলে সোনাই ওপেন প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছল এনএইচ স্পোর্টিং লায়লাপুর। মঙ্গলবার সোনাই ফুটবল অ্যাকাডেমির পরিচালনায় ও এনজিও প্যারাডাইস এবং মুন্না লস্করের সৌজন্যে ওপেন প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায় ২-০ গোলে হারায় বাই বাই ক্লাব বকরাপারকে। নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে চলা খেলায় ১৩ ও ২৩ মিনিটে দু’টি গোল করেন রাহুল।
ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন রাহুল। তাঁর হাতে হাজি রবিজুল হক স্মৃতি পুরস্কার তুলে দেন সোনাবাড়িঘাট নিউ ইয়ং স্টার ক্লাবের সম্পাদক নাজিম উদ্দিন ও প্রাক্তন কাবাড়ি খেলোয়াড় জমির উদ্দিন লস্কর।
এ দিন ম্যাচ পরিচালনা করেন ইজাজ আহমেদ, শামিম আহমেদ বড়ভূইয়া, প্রবীণ বর্মণ ও আবুল হোসেন। ক্রীড়াসূচি অনুযায়ী ৩০ ও ৩১ জুলাই কোন খেলা নেই।