এনজিও’স সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার রাজ্য চেয়ারম্যান অসীম ও ভাইস চেয়ারম্যান কমরুলকে নিযুক্তি
বরাক তরঙ্গ, ১ এপ্রিল : ভারতীয় সামাজিক সংস্থা এবং কার্যকর্তা সংগঠন ও নীতি আয়োগ ভারত সরকার কর্তৃক স্বীকৃত প্রাপ্ত জাতীয় ট্রাস্ট এনজিও’স সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার অসম রাজ্যের চেয়ারম্যান পদে অসীমকুমার শ্যাম এবং ভাইস চেয়ারম্যান পদে কমরুল হক লস্করকে নিযুক্তি প্রদান করা হয়েছে। তাঁদের এই নিযুক্তি অবৈতনিক এবং এর মেয়াদ ২০২৫ সালের ২৭ মার্চ থেকে ২০২৭ সালের ২৭ মার্চ পর্যন্ত হবে। অসীমকুমার শ্যাম বিভিন্ন সামাজিক সংগঠন সহ শিলচর শহরতলী সৈদপুরের নিউ লাইফ ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি শিলচর অম্বিকাপুর পার্ট ওয়ানের উল্লাসকর সরনির বাসিন্দা। কমরুল হক লস্কর নিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডিরেক্টর এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন।

ভারতীয় সামাজিক সংস্থা এবং কার্যকর্তা সংগঠন ও নীতি আয়োগ ভারত সরকার কর্তৃক স্বীকৃত প্রাপ্ত জাতীয় ট্রাস্ট এনজিও’স সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান তথা জাতীয় সভাপতি রামকুমার ওয়ালিয়া (উত্তরাখণ্ডের প্রাক্তন প্রতিমন্ত্রী) এক পত্র মারফত তাঁদের নিযুক্তি প্রদান করেছেন। মঙ্গলবার শিলচর শহরতলী সৈদপুরে সংস্থার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে নবনিযুক্ত আসাম রাজ্য চেয়ারম্যান অসীমকুমার শ্যাম ও ভাইস চেয়ারম্যান কমরুল হক লস্কর এ কথা জানিয়েছেন। ভাইস চেয়ারম্যান কমরুল হক লস্কর জানান, নয়াদিল্লির ৮ কৃষ্ণনগর, বি ৪ সফদরজং এনক্লেভ- অর্জুন নগর ওয়ালা বড় গুরুদ্বার এলাকায় সংগঠনের প্রধান কার্যালয়। এনজিও’স সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া একটি সর্বভারতীয় অ্যাসোসিয়েশন। দেশের এনজিও গুলোকে একত্রে নিয়ে এনজিও’স সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া কাজ করছে।এই সংগঠন ভারতের সর্ববৃহৎ এনজিও সংগঠন। অসমের প্রত্যেকটি জেলায় এই সংগঠনের কমিটি গঠন করা হবে।

বরাক উপত্যকার তিন জেলা কাছাড় , শ্রীভূমি ও হাইলাকান্দিকে একত্রে করে শিলচরে জোনাল অফিস খোলা হবে। নবনিযুক্ত চেয়ারম্যান জানান, যেসব এনজিও সমাজ সেবায় জড়িত রয়েছে, সেইসব এনজিও ও ক্লাবকে একত্রে নিয়ে কাজ করবেন। বিশেষ করে যেসব স্বেচ্ছাসেবী সংগঠন অর্থাৎ
এনজিও ও ক্লাব সরকারি প্রোজেক্ট থেকে বঞ্চিত, তাঁদের নিয়ে এনজিও’স সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া কাজ করবে। অসমে কাজ করার জন্য জাতীয় সভাপতি রামকুমার ওয়ালিয়া তাঁদের দু’জনকে নিযুক্তি দেওয়ায় ধন্যবাদ জানান। সেই সঙ্গে সংগঠনের দায়িত্ব নির্ভিক ও সুষ্ঠু ভাবে পালন করবেন বলে জানান তিনি। অসীম বলেন, যেসব এনজিও এই সংগঠনের সঙ্গে কাজ করতে ইচ্ছুক তাদের যোগাযোগের জন্য আহ্বান জানান তিনি।