ধর্মনগরে ৪০টি স্কুলের পড়ুয়াদের নিয়ে নেতাজির জন্মদিবসে শোভাযাত্রা
বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : প্রতিবছরের মতো এবারও উত্তর ত্রিপুরার ধর্মনগরে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হলো ভারতের মহানায়ক তথা বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী। ধর্মনগর পুর পরিষদ এবং ধর্মনগর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বীর বিক্রম ময়দানে বৃহস্পতিবার এই অনুষ্ঠান শুরু হয় সকাল ৯ টায়। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন পুরো পরিষদের চেয়ারপার্সন মিতালী দাসসেন। পরে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় ধর্মনগর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে অংশ নেয় প্রায় ৪০টি বিদ্যালয়ের সাড়ে তিন হাজার ছাত্রছাত্রী।নেতাজির জন্মদিন উপলক্ষে ছাত্রছাত্রীরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেয় এবং ধর্মনগর শহরের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে। শোভাযাত্রার শেষে প্রতিটি অংশগ্রহণকারী দলকে সম্মানসূচক স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা শাসক সজল দেবনাথ সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা এবং সাংস্কৃতিক দলের প্রতিনিধিরা।

উত্তর জেলার জেলাশাসক নেতাজির মর্মর মূর্তিতে মাল্যদান করেন, যা ছিল এই অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্ত। বর্ণাঢ্য র্যালি এবং নানাবিধ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ধর্মনগরে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী এক ঐতিহাসিক মাত্রা লাভ করে,যা অংশগ্রহণকারীদের মনে দাগ কেটে যায়।

