নেতাজির জন্মদিবস ও ভাষা সেনানী পরিতোষ পালচৌধুরীর প্রয়াণ দিবস পালন তিন সংগঠনের
বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের যে স্বপ্ন দেখেছিলেন, তা আজও পূরণ হয়নি। কিছু কিছু ক্ষেত্রে দেশ এগিয়ে গেলেও গরিষ্ঠ সংখ্যক মানুষ সমস্যা-সঙ্কটে হাবুডুবু খাচ্ছেন। বঞ্চনা-বৈষম্যের শিকার হচ্ছেন অনেকেই। অবশ্যই এর অবসান ঘটাতে হবে।
নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিবস উদযাপন এবং সাংবাদিক লেখক-সমাজচিন্তক পরিতোষ পালচৌধুরীর অষ্টম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ইউটিডিসি, আকসা ও বরাক নাগরিক সংসদের উদ্যোগে মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত উঠে আসে। আলোচনার বিষয় ছিল “আজাদ হিন্দ সরকার এবং স্বাধীনোত্তর ভারতের গতিপথ।” ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথের সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি-সাংবাদিক অতীন দাশ, আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শংকর দে, সংযোজক অধ্যাপক সুব্রত দেব, প্রেস ক্লাব সহ-সভাপতি রিতেন ভট্টাচার্য, কবি-শিক্ষিকা কস্তুরী হোমচৌধুরী, কবি-সাংবাদিক বিজয়কুমার ভট্টাচার্য, কবি আরতি দাশ, কবি-শিক্ষিকা জয়ন্তী দত্ত, অধ্যাপক নবেন্দু বণিক, মকসুদুল চৌধুরী প্রমুখ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শ্রাবণী সরকার।
এ দিনের অনুষ্ঠানে সুজিত ঘোষ, রেদওয়ান উদ্দিন লস্কর ও অনির্বাণ ভট্টাচার্যকে প্রদান করা হয় পরিতোষ পালচৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।