নেতাজি সুভাষ শুধু নাম নয়, ভারতবাসীর বিশ্বাস ও সংগ্রামের প্রতীক
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : রবিবার নেতাজি মূর্তির পুনর্স্থাপন হবে।শনিবার রঙ্গিরখাড়ি রাধারমণ আশ্রমে এক সাংবাদিক বৈঠকে দীপায়ন চক্রবর্তী বলেন, “এটি শিলচর তথা সমগ্র বরাক উপত্যকার জন্য গর্বের দিন। নেতাজি সুভাষচন্দ্র বসু কেবল একটি নাম নন, তিনি প্রতিটি ভারতবাসীর বিশ্বাস ও সংগ্রামের প্রতীক। তাঁর মূর্তি পুনঃস্থাপন শিলচরের মানুষকে ঐক্যের প্রেরণা দেবে এবং উন্নয়নের ইচ্ছাশক্তিকে প্রতিফলিত করবে। আগামীকাল বিকেল ৩টায় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা মূর্তিটি উন্মোচন করবেন।”
অনুষ্ঠানে একটি স্মারিকা প্রকাশ করা হবে। এনসিসি ক্যাডেটরা কুচকাওয়াজ করবে এবং গার্ড অব অনার প্রদান করবে। থাকবে উদ্বোধনী ভাষণও।
বিধায়ক আরও জানান, সমগ্র বরাক উপত্যকার মানুষের সহায়তা ও অবদানের ফলেই এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রীর হাতে নেতাজির মূর্তি পুনঃস্থাপন, তিনি মনে করেন, একটি প্রতীকী মুহূর্ত হয়ে থাকবে যা আগামী বছরগুলোতেও স্মরণীয় হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির কোষাধ্যক্ষ রুদ্র নারায়ণ গুপ্ত, যুগ্ম আহ্বায়ক উত্তম কুমার সাহা, সদস্য দেবজ্যোতি স্বামী, সমাজকর্মী রুমলি ভট্টাচার্য, বিজেপি নিউ শিলচর মণ্ডল কমিটির সহ-সভাপতি কজল রায়, সভাপতি দুলাল দাস, বাসুদেব সাহা, প্রসেনজিৎ দেব, মিঠুন রায়, সন্তনু রায়, বিপ্লব বিশ্বাস, ভাস্কর দাস, জয়দীপ চক্রবর্তী, সুজিত কুমার দাস ও অন্যান্যরা।