নেতাজি ছাত্র যুব সংস্থার বিশ্ব পরিবেশ দিবস পালন

বরাক তরঙ্গ, ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিলচরের সেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থার পক্ষে শিলকুড়ি শান্তি কলোনিতে বৃক্ষ রোপন করা হয়। এতে সহযোগিতা করে লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার। বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত থেকে গাছ লাগান ভারত সরকারের নেহরু যুব কেন্দ্র সংগঠনের ডেপুটি ডাইরেক্টর মেহেবুব আলম লস্কর, নেতাজি ছাত্র যুব সংস্থার সাধারণ সম্পাদক দিলু দাস, দীপংকর দাস, হৃদয় দাস, লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের সভাপতি লায়ন অভিষেক দাস, লায়ন মলোয় পাল, লায়ন জগদীশ দাস।

নেতাজি ছাত্র যুব সংস্থার সাধারণ সম্পাদক দিলু দাস বলেন, পৃথিবীর উষ্ণতা দিন প্রতিদিন  বৃদ্ধি পাচ্ছে । কিছু দিন আগে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি তবে আগামীতে ও অধিক তাপমাত্রা বৃদ্ধি পাবে তার আবাস এবার দিয়ে গেছে। বাঁচতে হলে গাছ লাগাতে হবে, গাছের মধ্যে আমাদের প্রাণ তাই শুধু গাছ লাগালে হবে না তাকে বাঁচিয়ে তুলতে হবে। প্রখর রোদ বা অবিরাম বৃষ্টি সব কিছু নির্ভর করে পরিবেশের উপর। প্রকৃতি কে বাঁচাতে হলে চাই পরিবেশ সুরক্ষা আর এর জন্য আমাদের যথেষ্ট সচেতন হতে হবে। এছাড়াও সংগঠনের পক্ষে আজ লাগানো গাছ গুলো রক্ষা করার জন্য ব্যবস্তা গ্রহণ করা হবে।

Author

Spread the News