দশমীতে দর্শনার্থীদের মধ্যে পানীয়জল ও খিচুড়ি বিতরণ নেতাজি ছাত্র যুব সংস্থার

বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের পবিত্র বিজয়া দশমীর দ্বিতীয় দিনে শিলচরের পথে ভিড় জমায় হাজারো ভক্ত ও দর্শনার্থী। প্রতি বছরের মতো এবছরও নেতাজি ছাত্র যুব সংস্থার উদ্যোগে বিজয়া দশমীর দ্বিতীয় দিনে পানীয়জল ও খিচুড়ি বিতরণ করা হয়। এই সেবামূলক কর্মসূচিতে সক্রীয় ভাবে সহযোগিতা করে লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার ও দীপ নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র, শিলচর। শুক্রবার সন্ধ্যায় শিলচর পাব্লিক স্কুল রোডের বিপরীতে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক হাজার দর্শনার্থীর হাতে তুলে দেওয়া হয় বিশুদ্ধ পানীয় জল ও সুস্বাদু খিচুড়ি। শারদীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি এই আয়োজন সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

এই মহতী উদ্যোগে উপস্থিত থেকে সক্রিয় ভূমিকা পালন করেন নেতাজি ছাত্র যুব সংস্থার সাধারণ সম্পাদক দিলু দাস, সাংগঠনিক সম্পাদক বাপ্পী আচার্য, সহ সম্পাদক বুরহান মজুমদার, সহ সম্পাদিকা অনামিকা পাল, সদস্য কৃষাণু ভট্টাচার্য ও বিপ্লব চক্রবর্তী।

অন্যদিকে, লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের পক্ষ থেকে অংশগ্রহণ করেন সভাপতি লায়ন্স রাজু ভৌমিক, সহ-সভাপতি লায়ন্স অভিষেক চক্রবর্তী, বিদায়ী সভাপতি লায়ন অনুপ দেব, প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন তাপস সাহা, প্রাক্তন সভাপতি লায়ন সুবির বণীক ও লায়ন্স অভিষেক দাস, বিদায়ী সম্পাদক মলয় পাল। এছাড়াও লিও ক্লাব অব শিলচর কেয়ারের বহু কর্মকর্তা ও সদস্যারা মানব সেবার কাজে হাত বাড়িয়ে দেন।

সাধারণ সম্পাদক দিলু দাস জানান— “দুর্গাপূজা শুধু আনন্দের নয়, সমাজের মানুষের পাশে দাঁড়ানোরও সময়। আমাদের উদ্দেশ্য ছিল দর্শনার্থীদের একটু স্বস্তি দেওয়া। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে।”

লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন্স রাজু ভৌমিক বলেন— “এনসিওয়াইএস এর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা সবসময় এমন সেবামূলক কাজে সহযোগিতা করতে প্রস্তুত।”
শারদীয় উৎসবের ভিড়ের মাঝে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত দর্শনার্থীদের হাতে খাবার তুলে দেওয়ার এই আয়োজন বহু মানুষের মুখে হাসি ফোটায়। উৎসবকে ঘিরে সামাজিক সংহতি, সহমর্মিতা এবং জনসেবার মানসিকতাকে আরও দৃঢ় করে তুলল নেতাজি ছাত্র যুব সংস্থার এই উদ্যোগ।

Spread the News
error: Content is protected !!