রক্তদানের মাধ্যমে নেতাজি ছাত্র যুব সংস্থার রজতজয়ন্তী বর্ষের কর্মসূচির সূচনা

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : শিলচর তথা বরাক উপত্যকার অন্যতম বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থার রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বছর ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের সুচনা হল মঙ্গলবার। কাছাড় ক্যান্সার হাসপাতালের কনফারেন্স হলে মুখ্য অতিথি তথা উত্তরপূর্বাঞ্চলের বিশিষ্ট চিকিৎসক ডাঃ কুমারকান্তি দাস (লক্ষণ দাস), বিশিষ্ট শিক্ষাবিদ এবং লেখক অধ্যাপক দিলীপ কুমার দে, কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির ভাইস চেয়ারম্যান নিহারেন্দু পুরকায়স্থ, বরাক ভ্যালি ভলান্টিয়ারি ব্লাড ডোনার ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহিতোষ পাল (আশু), স্মাইল সংগঠনের সাধারণ সম্পাদক সুরজিৎ সোম, নেতাজি ছাত্র যুব সংস্থার রজত জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির চেয়ারম্যান আইনজীবী শেখর পাল চৌধুরী, সংগঠনের কেন্দ্রীয় সভানেত্রী মহুয়া ভৌমিক এবং সাধারণ সম্পাদক তথা সংগঠনের প্রতিষ্ঠাতা দিলু দাসের প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এক বর্ষব্যাপি রজতজয়ন্তী বর্ষ উদযাপনের প্রথম অনুষ্ঠান স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করা হয় সংগঠনের পক্ষে উপস্থিত অতিথিদের উত্তরীয় ও স্মারক প্রদান করে সম্মান জানানো হয়।

এছাড়াও কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সৌমিত্র দেব, লাইফ লাইন ফরেভার ফাউন্ডেশনের সভাপতি সৌমিত্র দত্ত চৌধুরী, সস্পাদিকা পল্লবীতা শর্মা, হৃদয় সামাজিক সংগঠনের সম্পাদক কৃষ্ণকংস বনিক প্রমুখ।

রক্তদানের মাধ্যমে নেতাজি ছাত্র যুব সংস্থার রজতজয়ন্তী বর্ষের কর্মসূচির সূচনা

নেতাজি ছাত্র যুব সংস্থার পক্ষে রক্তদান শিবিরের আহ্বায়ক বিভাষ রায় সহ অন্যান্য কর্মকর্তাদের মধ্যে শুভ্রা রাউত দত্ত, সন্দীপা চক্রবর্তী, সুতপা কর, মালবিকা দেব, রাজদীপ দেব রায় ও আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের ছাত্রছাত্রী উপস্থিত থেকে শিবির পরিচালনা করেন।

রক্তদান শিবিরে নেতাজি ছাত্র যুব সংস্থার রজত জয়ন্তী বর্ষ উদযাপন কমিটি চেয়ারম্যান আইনজীবী শেখর পাল চৌধুরী, সাধারণ সম্পাদক দিলু দাস, সাংগঠনিক সম্পাদক অভিষেক দাস, বিপ্লব চক্রবর্তী, কোষাধ্যক্ষ কৃষাণু ভট্টাচার্য, আহ্বায়ক অনুপ দেব, সদস্য রাজ সুত্রধর, যুগ্ম আহ্বায়ক বুরহান মজুমদার, সদস্য গণেশ রবিদাস, সদস্য অরুপ আচার্য, নেতাজি ছাত্র যুব সংস্থার প্রাক্তন সভাপতি তথা ইয়াসির সভাপতি সঞ্জীব রায় সহ লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার, স্মাইল সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা, হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা, বরাক ভ্যালি ভলান্টিয়ারি ব্লাড ডোনারস ফোরাম এবং ইয়াসি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে উক্ত শিবিরে রক্তদান করেন।

রক্তদানের মাধ্যমে নেতাজি ছাত্র যুব সংস্থার রজতজয়ন্তী বর্ষের কর্মসূচির সূচনা

সংগঠনের সাধারণ সম্পাদক দিলু দাস ও রক্তদান শিবিরের আহ্বায়ক বিভাষ রায় রক্তদান শিবিরের অংশগ্রহণকারি প্রত্যেক সংগঠন ও তাদের প্রতিনিধি ও কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটি ও ব্লাড ব্যাঙ্ক এবং কৃষ্ণ ডায়মন্ড কোম্পানিকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। নেতাজি ছাত্র যুব সংস্থার রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে রক্তদান শিবিরে ২৫ ইউনিট রক্তদান করার পরিকল্পনা গ্রহণ করা হলেও সকলের সক্রিয় সহযোগিতায় শিবিরে ৩৫ ইউনিট রক্তদান সফল ভাবে সম্পূর্ণ হয়। উল্লেখ্য যে, নেতাজি ছাত্র যুব সংস্থার প্রাক্তন সভাপতি তথা ইয়াসির সভাপতি সঞ্জীব রায় ৫০ তম এবং সংস্থার সাংগঠনিক সম্পাদক তথা লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ারের অভিষেক দাস ২৫ তম রক্তদান করেন এবং ছয় জন ব্যক্তি আজ প্রথম বারের রক্তদান করেন। সকল রক্ত দাতাদের হাতে উপস্থিত অতিথিরা ও সংগঠনের কর্মকর্তারা শংসাপত্র ও স্মারক প্রদান করে তাদের উৎসাহিত করেন এবং কৃষ্ণা ডায়মন্ড কোম্পানির পক্ষে স্বল্প আহার প্রদান করা হয়।

রক্তদানের মাধ্যমে নেতাজি ছাত্র যুব সংস্থার রজতজয়ন্তী বর্ষের কর্মসূচির সূচনা

এছাড়াও সকালবেলা রজতজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা উত্তোলন করেন রজত জয়ন্তী বর্ষ উদযাপন কমিটি চেয়ারম্যান আইনজীবী শেখর পাল চৌধুরী ও সাধারণ সম্পাদক দিলু দাস।

Author

Spread the News