শিলচরে মৈরাং দিবস পালন নেতাজি চর্চা সমিতির

শিলচরে মৈরাং দিবস পালন নেতাজি চর্চা সমিতির

বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : শিলচরের রাঙ্গিরখাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে আজাদ হিন্দ বাহিনীর মণিপুরের মৈরাং এ ১৯৪৪ সালে পতাকা উত্তোলনের ঐতিহাসিক ঘটনাকে মৈরাং দিবস হিসেবে পালন করল নেতাজি চর্চা সমিতি, শিলচর। সমিতির পক্ষ থেকে নেতাজি মুর্তিতে মাল্যদান করেন সংগঠনের সহসভাপতি প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ, সাধারণ সম্পাদক সুব্রতচন্দ্র নাথ, নকুলরঞ্জন পাল, চাম্পালাল দাস, রাহুল রায়, মধুমিতা দেব, নেতাজি ফাউন্ডেশনের কর্ণধার নিহার লরঞ্জন পাল, এসইউসিআই (কমিউনিস্ট) দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা।

সেখানে বক্তব্য রাখেন সুব্রতচন্দ্র নাথ ও নীহাররঞ্জন পাল। সুব্রতচন্দ্র নাথ  নেতাজির স্বাধীনতা যুদ্ধে আপসহীন সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে বলেন তিনি চেয়েছিলেন দেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ সহ আপামর জনসাধারণের ব্রিটিশ সাম্রাজ্যের শোষণ শাসন থেকে মুক্তি। কিন্তু দুঃখের বিষয় যে তার কাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা পাইনি। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে দেশকে দিখন্ডিত করে ব্রিটিশ সাম্রাজ্যের শাসন শোষনের পরিবর্তে চাপিয়ে দেওয়া হয় দেশের পুঁজিপতি শ্রেণীর শাসন শোষন। যার যাতাকলে পিষ্ট হচ্ছে দেশের সাধারণ মানুষ। তিনি বলেন, নেতাজির কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জনের লড়াই এখনও সম্পন্ন হয়নি তা আমাদের সংগ্রামের মাধ্যমে অর্জন করতে হবে।

শিলচরে মৈরাং দিবস পালন নেতাজি চর্চা সমিতির

নীহাররঞ্জন পাল তার বক্তব্যে নেতাজির চেতনার বিকাশের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। নেতাজির স্বাধীনতা আন্দোলনে যে চেতনার জন্ম দিয়েছিলেন সেখানে ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের কোন বন্ধন ছিল না। দেশমাতৃকার মুক্তি ছিল একমাত্র চেতনা। তিনি এই চেতনাকে পাথেও করতে সবার প্রতি আহ্বান জানান।

Author

Spread the News