NEET সফল ইফতিকারকে সংবর্ধনা আল-ফালাহ স্কুল কর্তৃপক্ষের

বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : ভাগাবাজারের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আল-ফালাহ ন্যাশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুলে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় এবারের সর্বভারতীয় NEET পরীক্ষায় সফল ইফতিকার হাসান লস্কর (ইমরুল)-কে। বাম অঞ্চলের গর্বিত সন্তান ইফতিকার তার অধ্যবসায় ও সাফল্যে ডিফু মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়ার সুযোগ করে নিয়েছেন। তার এই সাফল্যে পুরো অঞ্চল জুড়ে আনন্দের ঢেউ বইছে।

বাম হাইস্কুলের শিক্ষক ও মওলানা রুহুল আমিন লস্করের ছেলে ইফতিকারের এই সাফল্যে আল-ফালাহ স্কুলের পরিচালনা সমিতি তাকে সম্মানিত করার উদ্যোগ নেয়। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী, ইফতিকারের বাবা মওলানা রুহুল আমিন লস্কর, বিশিষ্ট সমাজসেবী আব্দুল করিম লস্কর, আলতাফ হোসেন লস্কর, সাবির আহমেদ লস্কর (দিপ্পু), স্কুলের সঞ্চালক মওলানা ইকবাল হোসেন লস্কর। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা সমিতির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীরা।

সভায় বক্তারা ইফতিকারের কঠোর পরিশ্রম, ধৈর্য এবং সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য কামনা জানান। সভায় প্রদত্ত ইফতিকারের সংক্ষিপ্ত ও উৎসাহব্যঞ্জক বক্তব্য সবার মনে গভীর ছাপ ফেলে। তাঁর বক্তব্য থেকে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণের অনুপ্রেরণা পায়। ইফতিকারের সাফল্য কেবল তাঁর পরিবারের জন্য নয়, বরং সমগ্র বাম অঞ্চলের জন্য এক বিরাট গর্বের বিষয়। তার এই অর্জন প্রমাণ করে যে সঠিক দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রম থাকলে যেকোনও লক্ষ্য অর্জন করা সম্ভব।

Spread the News
error: Content is protected !!