মহারাষ্ট্রে এনডিএ এগিয়ে, ঝাড়খণ্ডেও ইঙ্গিত

২০ নভেম্বর : মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে নির্বাচন (Exit Poll Results 2024 Update) শেষ হতেই প্রকাশ্যে এসেছে বুথফেরত সমীক্ষার ফলাফল। সেই ফলে দেখা যাচ্ছে মহারাষ্ট্র (Maharashtra) দখলে রাখতে চলেছে বিজেপি-শিবসেনা (শিণ্ডে গোষ্ঠীর) মহাজুটি জোট। অন্যদিকে, কিছুটা পিছিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। ঝাড়খণ্ডে (Jharkhand) অবশ্য এবার ক্ষমতার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে বুথফেরত সমীক্ষায়। সেখানে ভালো আসন নিয়েই ক্ষমতায় আসতে চলেছে এনডিএ জোট।

মহারাষ্ট্রে মোট ২৮৮টি আসনে ভোট হয়। আজই এক দফায় সব আসনে ভোটপর্ব সম্পন্ন হয়। এখনও অবধি বুথ ফেরত সমীক্ষার যে ফল নজরে এসেছে, তাতে এনডিএ-র জন্য ভালো ফলের ইঙ্গিত মিলেছে। পি মার্কের এক্সিট পোল বলছে, মহারাষ্ট্রে এনডিএ ১৩৭-১৫৭টি আসন পাবে। অন্যদিকে, ইন্ডিয়া (INDIA) জোটের দখলে যাবে ১২৬-১৪৬ আসন। অন্যান্যরা ২-৮টি আসন পেতে পারে। ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষা বলছে, এনডিএ (NDA) পাবে ১৫০-১৭০ টি আসন। ইন্ডিয়া জোট ১১০-১৩০টি আসনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অন্যরা ৮-১০টি আসন পাবে। পিপলস পালসের সমীক্ষায় মহাজুটি জোট ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় ১৭৫-১৯৫টি আসন পেতে পারে। অন্যদিকে মহাবিকাশ আঘাড়ি পেতে পারে ৮৫-১১২টি আসন। অন্যান্যরা পাবে ৭-১২টি।

মহারাষ্ট্রে এনডিএ এগিয়ে, ঝাড়খণ্ডেও ইঙ্গিত

ঝাড়খণ্ডের ক্ষেত্রেও এনডিএর ক্ষমতায় আসার ইঙ্গিত মিলেছে বুথ ফেরত সমীক্ষায়। ম্যাট্রিজের সমীক্ষায় ৮২ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেতে পারে ৪২ থেকে ৪৭টি আসন। অন্যদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-কংগ্রেস-আরজেডি-র দখলে যাবে ২৫-৩০ টি আসন।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Author

Spread the News