ঐতিহ্যবাহী অন্নপূর্ণা মন্দিরে নবরাত্রি পালন, কন্যা পূজন সহ নানা অনুষ্ঠান

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ এপ্রিল : শিলচর অন্নপূর্ণা মন্দিরে প্রতি বছরের ন্যায় এবছরও রামনবমী উপলক্ষে নয় দিনব্যাপী নবরাত্রি ব্রত পালন করা হয় সনাতন ধর্মীয় মতানুসারে। হিন্দু পুরাণ অনুসারে দেবী পার্বতীর নয়টি ভিন্ন রূপ। দেবী পার্বতীর দুর্গার রূপের নয়টি রূপকে বোঝানো হয়।নয় রূপ হল যথাক্রমে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং অন্নপূর্ণা।বাসন্তী পূজা ও রামনবমী পূজার মাহাত্ম্য শুধু বাঙালির গণ্ডির মধ্যেই আবদ্ধ নয়, অবাঙালিদের কাছেও এর গুরুত্ব রয়েছে। কারণ বাঙালি যে সময় বাসন্তী পূজা নিয়ে মেতে ওঠে, ঠিক সেই সময়ই অবাঙালিরা নবরাত্রি নিয়ে মেতে ওঠেন।

শিলচর অন্নপূর্ণা মন্দিরের পরিবারের পক্ষ থেকে অপর্ণা তেওয়ারি বলেন, সুদীর্ঘ বছর থেকে নবরাত্রির সময় কন্যা পুজন বা কনজক পুজন বিধি হল পূজার বিধিগুলির মধ্যে অন্যতম। অল্পবয়সী মেয়েদের বা কন্যাদের মন্দিরে আমন্ত্রণ জানানো হয় কারণ তারা নিজেকে দুর্গা মাতার প্রতিনিধিত্ব করে। কথিত আছে যে কন্যা পুজন বা কনজাক পুজন বিধি পালন করলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসে। তাই এবছর মারোয়াড়ী যুব মঞ্চের সমৃদ্ধি শাখার পক্ষ থেকে ১০৮ জন অল্পবয়সী কন্যাদের পূজন সহ অগনিত ভক্তদের মধ্যে মারোয়াড়ী সম্প্রদায়ের মহিলারা প্রসাদ বিতরণ করেন।

ঐতিহ্যবাহী অন্নপূর্ণা মন্দিরে নবরাত্রি পালন, কন্যা পূজন সহ নানা অনুষ্ঠান

অন্যদিকে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের অন্নপূর্ণা মন্দির প্রাঙ্গনে নবরাত্রি ব্রত পালন সহ তাঁদের পক্ষ থেকে ১৫ জন এবং মন্দিরের ভক্তদের দ্বারা ৯ জন কন্যা সহ সর্বমোট ১৫১ জন কন্যাদের কন্যা পূজন সহ ভূজন করানো হয় এবং সঙ্গে মন্ত্র উচ্চারণের মাধ্যমে চলে যজ্ঞ।

ঐতিহ্যবাহী অন্নপূর্ণা মন্দিরে নবরাত্রি পালন, কন্যা পূজন সহ নানা অনুষ্ঠান

বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, হিন্দুদের মধ্যে নবরাত্রির একটি মহান ধর্মীয় তাৎপর্য রয়েছে। লোকেরা বিভিন্ন উপায়ে দেবী দুর্গার কাছে প্রার্থনা করে। নবরাত্রি উৎসব সমস্ত হিন্দু ধর্মাবলম্বীদের দ্বারা দেশ জুড়ে অপরিসীম আনন্দ এবং উৎসাহের সঙ্গে উদযাপিত হয় সেই সঙ্গে শিলচরেও সাড়ম্ভড়ে পালন হয়।মা ও তার লীলা কেউ কখনো বুঝতে পারে না। মা অন্নপূর্ণা হলো করুণা, কাল। তিনি ভক্তদের জীবনের অনেক কঠিন পরিস্থিতিতে সাহায্য করেছেন ও আগামীতেও এইভাবে করবেন। ভক্তদের উপস্থিতিতে শিলচরের ঐতিহ্যবাহী অন্নপূর্ণা মন্দিরের নবরাত্রি ব্রতের সমাপন ঘটে বৃহস্পতিবার।

Author

Spread the News