করিমগঞ্জ প্রেস ক্লাবের জাতীয় প্রেস দিবস পালন

বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : জাতীয় প্রেস দিবস পালন করল করিমগঞ্জ প্রেস ক্লাব। বৃহস্পতিবার অস্থায়ী শহিদ বেদীতে প্রদীপ প্রজ্বলন করে জাতীয় প্রেস দিবসের কর্মসূচির সূচনা করেন প্রবীণ সাংবাদিক সতু রায়। এ দিন  প্রেস ক্লাবের সভাপতি মিহির দেবনাথের পৌরহিত্য সভায় এ উপলক্ষে করিমগঞ্জ অতিরিক্ত আবর্ত “সংবাদমাধ্যমের স্বাধীনতা ও একুশ শতক” শীর্ষক আলোচনা সভা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি ও বিশিষ্ট লেখক, ভাষা সেনানী সতু রায়। তিনি সাংবাদিকদের স্বাধীনতা প্রসঙ্গে নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দিনটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি তথা নববার্তা সম্পাদক হবিবুর রহমান চৌধুরী, বার্তাজীবী করিমগঞ্জ জেলা সভাপতি অসিম দেব, প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সভাপতি মিহির দেবনাথ।

এদিন প্রেস ক্লাব পরিবারের চারজন  কৃতী শিক্ষার্থী কিসমত সুলতানা অলিক সূত্রধর, স্নিগ্ধা ভট্টাচার্য ও মাহমুদুল হাসান জাহিনকে অভিনন্দনপত্র, কৃতী স্মারক, কলম ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়।

করিমগঞ্জ প্রেস ক্লাবের জাতীয় প্রেস দিবস পালন

এদিন জি ২০ সম্মেলনে অংশ নেওয়া দক্ষিণ অসমের এক মাত্র সাংবাদিক তথা প্রেস ক্লাবের সদস্য সহিদুল ইসলামকে স্মারক সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সঞ্চালনায় করেন সম্পাদক অরূপ রায়।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News