শিলচর ক্যান্সার সেন্টারে জাতীয় চিকিৎসক দিবস পালন, সংবর্ধনা

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১ জুলাই : সংবর্ধনা, আলোচনা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় চিকিৎসক দিবস পালন করল আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের একটি ইউনিট, শিলচর ক্যান্সার সেন্টার। মঙ্গলবার হাসপাতাল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে ডাক্তারদের অমূল্য অবদানকে স্বীকৃতি প্ৰদান ও দিবস উদযাপন করা হয় হয়।

অনুষ্ঠান শুরু হয় মেডিক্যাল টিমকে উষ্ণ অভ্যর্থনা জানানোর মাধ্যমে। এরপর একটি সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সেন্টারের কর্মীরা প্রশংসা এবং আন্তরিক কৃতজ্ঞতার টোকেন দিয়ে ডাক্তারদের সম্মানিত করেন। এতে সব বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কেন্দ্রের প্রধান ডাঃ বিশ্বজিৎ ঘোষ বক্তব্যে ডাক্তারদের দেখানো নিষ্ঠা, প্রতিশ্রুতি এবং সহানুভূতিশীল যত্নের কথা তুলে ধরেন। “ডাক্তাররা আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার মেরুদণ্ড এবং তাদের নিরলস প্রচেষ্টা, বিশেষ করে আমাদের মতো একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা ব্যবস্থায়, সর্বোচ্চ স্বীকৃতি এবং সম্মানের দাবিদার,” তিনি বলেন।

শিলচর ক্যান্সার সেন্টারে জাতীয় চিকিৎসক দিবস পালন, সংবর্ধনা

কিংবদন্তি চিকিৎসক ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১ জুলাই ভারতজুড়ে জাতীয় ডাক্তার দিবস পালিত হয়। শিলচর ক্যান্সার সেন্টারের এই দিবসটি ডাক্তারদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং রোগী ও তাদের পরিবারের জীবনে তাদের গভীর প্রভাবের কথা স্মরণ করিয়ে দেয়।

Spread the News
error: Content is protected !!