শিলচরে জাতীয় স্তরের টেনিস ৩০ সেপ্টেম্বর থেকে

শিলচরে জাতীয় স্তরের টেনিস ৩০ সেপ্টেম্বর থেকে

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : শিলচরকে জাতীয় স্তরের টেনিস আসর আয়োজন করার দায়িত্ব দিল সর্বভারতীয় টেনিস অ্যাসোসিয়েশন (আইটা)। টেনিস ক্লাবের পক্ষে সুমন্ত দাস জানান, আসরটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রবিবার কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান আগামী ৩০ সেপ্টেম্বর থেকে জাতীয় স্তরের এই আসর বসছে। আইটা চ্যাম্পিয়নশিপ সিরিজ টেনিস টুর্নামেন্ট (সিএস-৭) নামে শিলচরের টেনিস ক্লাবে হবে এই আসর। চলবে ৪ অক্টোবর পর্যন্ত। অনূর্ধ্ব ১৮ বয়স গ্রুপের এই টুর্নামেন্টের জন্য প্রতিযোগীদের বয়স সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। যাদের বয়স ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১১-র ৩১ ডিসেম্বরের মধ্যে, তারাই অংশগ্রহণ করার সুযোগ পাবেন। যদিও আসর শুরু হবে ৩০ সেপ্টেম্বর, তবে প্রতিযোগীর সংখ্যা বেশি হলে কোয়ালিফাইং রাউন্ডও করাতে হবে। সেজন্য প্রস্তুত রাখা হচ্ছে ২৮ ও ২৯ সেপ্টেম্বরকে। চারটি ইভেন্টে হবে আসর। ছেলে ও মেয়েদের সিঙ্গলস ও ডাবলস। টিএস সেভেন টুর্নামেন্টের সিঙ্গলস চ্যাম্পিয়নরা পাবেন ১৫ র‍্যাঙ্কিং পয়েন্ট। রানার্স খেলোয়াড় পাবেন ১২। সেমিফাইনাল খেললে ১০, শেষ আটে ৮। ডাবলসেও থাকছে পয়েন্ট সিস্টেম।

ইতিমধ্যে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া এগিয়ে চলেছে। আগামীকালই শেষ দিন। টেনিসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারা এই টুর্নামেন্ট নিয়ে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছেন। ফলে, প্রতিযোগীর সংখ্যাও প্রত্যাশার চেয়ে বেশি হচ্ছে। দেশের টেনিস মানচিত্রে শিলচর যাতে ছাপ ফেলতে পারে, সেদিকে বিশেষ নজর দিচ্ছেন ক্লাবের সদস্যরা বলে মন্তব্য করেন সুমন্তবাবু।

শিলচরে জাতীয় স্তরের টেনিস ৩০ সেপ্টেম্বর থেকে

Author

Spread the News