সুনিতা-বুচ ফেরার তারিখ জানালো নাসা
১১ ফেব্রুয়ারি : সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর খুব শীঘ্রই পৃথিবীতে ফিরে আসবেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আট মাসের বেশি সময় কাটানো দুই মহাকাশচারীর বিষয়ে তথ্য দিয়েছে মার্কিন সংস্থা নাসা। নাসা জানিয়েছে যে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ১৯ মার্চ ফিরে আসবেন। এর আগে বলা হয়েছিল এপ্রিলের শুরুতে ফিরবেন তারা।
এখন তার প্রত্যাবর্তন পূর্ব নির্ধারিত তারিখের দুই সপ্তাহ আগে হতে পারে। সুনিতা এবং বুচ ১৯ মার্চ ফিরে এলে, তারা মোট ২৮৬ দিন মহাকাশে কাটাবেন।
সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর জুন ২০২৪ থেকে আইএসএস-এ আটকে পড়েছেন। তারা আট দিনের মিশনের জন্য গিয়েছিলেন কিন্তু বিমানের ত্রুটির কারণে তারা আট মাস ধরে মহাকাশে আটকে আছেন। নাসা এখন তাদের দুজনকেই ১৯ মার্চ ফেরত আনার কথা ভাবছে। স্পেসএক্সের ক্রু-১০ মিশনে পরিবর্তনের কারণে এই প্রত্যাবর্তন সম্ভব হতে পারে। উইলিয়ামস এবং উইলমোের স্পেসএক্স-এর ক্রু-১০ ক্যাপসুলে চড়ে ফিরে আসবেন, যা ২৯ সেপ্টেম্বর থেকে আইএসএস-এর সাথে ডক করা হয়েছে।

