নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষামন্ত্রী, দেখলেন পোশাকের মান
বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : স্কুলের পড়ুয়াদের সরবরাহ করা পোশাকের গুণগত মান যাতে বজায় থাকে, এর জন্য সতর্ক দৃষ্টি রাখছে সরকার। পোশাকের মান কেমন, তা নিয়মিত যাচাই করে দেখা হবে। একথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু। বৃহস্পতিবার গুণোৎসব চলাকালে মন্ত্রী শিলচরে নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রার্থনা সভায় যোগ দেওয়ার পাশাপাশি স্কুলের
পরিকাঠামোগত দিক খতিয়ে দেখেন।
তিনি জানান, স্কুলে নতুন ভবন তৈরির জন্য ইতোমধ্যে প্রায় সাড়ে সাত কোটি টাকা বরাদ্দ হয়েছে। এবার পূর্ত বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে ভবন নির্মাণের। কথার সূত্রে তিনি জানান, পড়ুয়াদের পোশাক সরবরাহের জন্য সরকারের তরফ থেকে অর্থ দেওয়া হচ্ছে। তাই পড়ুয়াদের যাতে যথাযথ মানের পোশাক সরবরাহ করা হয় সেদিকে নজর রাখছে সরকার। আর নিয়মিত ব্যাপারটা যাচাই করে দেখা হবে। মন্ত্রী এদিন নিজেও কয়েকজন পড়ুয়াকে ডেকে তাদের পোশাকের মান কেমন তা পরীক্ষা করে দেখেন।
পড়ুয়াদের মিড ডে মিলে ডিম খাওয়ানোর জন্য সরকারের তরফ থেকে যে অর্থ দেওয়া হয় তা দিয়ে সপ্তাহে একদিন ডিম খাওয়ানো বেশ মুশকিল হয়ে দাঁড়ায়। শিক্ষকদের এই অভিযোগ নিয়ে জিজ্ঞেস করলে মন্ত্রী বলেন, বরাদ্দ অর্থে খুচরো বাজার থেকে ডিম ক্রয় করলে আর্থিক টানাটানি হতেই পারে। তবে স্কুল কর্তৃপক্ষকে তো একটা ডিম ক্রয় করতে হয় না। তাদের ক্রয় করতে হয় অনেকগুলো ডিম। পাইকারি বাজার থেকে ক্রয় করলে দর কিছুটা কম পড়বে। তখন ব্যয় বেড়ে যাওয়ার সমস্যা হওয়ার কথা নয়।