নারাইনছড়া চা-বাগানে পাঁচ ব্যক্তির ওপর দা দিয়ে আক্রমণ, গুরুতর ২, আটক যুবক
ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : বড়খলার নারাইনছড়া এক ব্যক্তির দায়ের কোপে গুরুতর আহত হলেন দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল দিকে। জানা যায়, বাগানের খুকন রিকিয়াশন নামের এক ব্যক্তি দা নিয়ে উন্মত্ত অবস্থায় মোহন বাউরি, রুমি বাউরি, সুশন ভুমিজ, প্রীতম বাউরি, দিলীপ সাউয়ের ওপর প্রাণঘাতী হামলা চালায়। এতে বরাতজোরে রক্ষা পেলেও আচমকা তার হামলায় গুরুতর আহত হন মোহন বাউরি ও দিলিপ সাউ। স্থানীয়রা সঙ্গে সঙ্গে দু’জনকে বড়খলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু দু’জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় প্রাথমিক চিকিৎসার পর শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
খবর পেয়ে বড়খলা পুলিশ পৌঁছে খুকন বাউরিকে আটক করে বড়খলা থানায় নিয়ে যায়। এঘটনার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে, এ ঘটনার নেপথ্যে কী? তা এখনও জানা যায়নি।