অভিনেত্রী গাড়ির ধাক্কায় আহত যুবকের মৃত্যু, গুয়াহাটিতে আটক নন্দিনী
বরাক তরঙ্গ, ২৯ জুলাই : অভিনেত্রী নন্দিনী কাশ্যপের গাড়ির ধাক্কায় গুরুতর আহত সামিউল হকের মৃত্যু ঘটল। মৃত্যুর পরই অভিনেত্রীকে আটক করেছে দিসপুর পুলিশ।
মঙ্গলবার গুয়াহাটির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল সামিউল হকের। অভিনেত্রী নন্দিনী কাশ্যপের গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছিলেন সামিউল। পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন সামিউল।
রাজধানী থিয়েটারের আখরা থেকে ফেরার সময় মাণ্ডাকাটা থেকে গুয়াহাটির পথে নন্দিনী কাশ্যপকে আটক করা হয়।
উল্লেখ্য, শুক্রবার গুয়াহাটির দক্ষিণগাঁও এলাকায় সামিউল হককে দ্রুত গতির গাড়ি দিয়ে ধাক্কা মারেন অভিনেত্রী নন্দিনী। এই মর্মান্তিক দুর্ঘটনার পর সামিউলকে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। এরপর তাঁকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে। মঙ্গলবার সামিউলের মৃত্যু ঘটলে তাঁকে আটক করা হয়।