বিএসএফের প্রহারে যুবকের মৃত্যু অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকপত্র নমশূদ্র পরিষদের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ আগস্ট : কাটিগড়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সৈদপুর গ্রামে বিএসএফের প্রহারে স্থানীয় যুবক নির্মল রায়ের মৃত্যুর অভিযোগ তুলে সুবিচার চাইলো নমঃশূদ্র পরিষদ। বৃহস্পতিবার নমশূদ্র পরিষদের কেন্দ্রীয় কমিটির এক প্রতিনিধি দল কাছাড়ের জেলা আয়ুক্তের সঙ্গে দেখা করে এই ঘটনার তদন্ত সহ সুবিচার কামনা করেন। পাশাপাশি হতদরিদ্র নির্মল নমশূদ্র রায়ের পরিবারকে সরকারি সহায়তার দাবি জানান। এই দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জেলা আয়ুক্তের মাধ্যমে এক স্মারকপত্র প্রদান করা হয়। এনিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিস্তারিত তুলে ধরেন নমশূদ্র পরিষদের কর্মকর্তারা। পরিষদের যুব কমিটির সভাপতি অনুপ রায় সহ অন্যান্যরা জানান, গত ১ আগস্ট রাত ১১ টা নাগাদ প্রস্রাব করতে ঘর থেকে বেরিয়ে ছিলেন নির্মল রায়। তখন ওই এলাকার বিএসএফ জওয়ানরা তাকে আটক করে ব্যাপক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় নির্মলকে শিলচর মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তার। এই ঘটনায় যথাযথ পদক্ষেপের দাবি জানান তারা।

স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লোকনাথ দেবরায়, যুব কমিটির সভাপতি অনুপ রায়, কাছাড় জেলা কমিটি সভাপতি রাকেশরঞ্জন রায়, দীপন রায়, মিঠুন রায়, দিলীপ রায়, স্বপন সরকার প্রমুখ।

Spread the News
error: Content is protected !!