নাগাল্যান্ডে ৬০ বছরের পর মহিলা বিধায়ক জয়ী

বরাক তরঙ্গ, ২ মার্চ : দীর্ঘ ৬০ বছরের পর প্রথমবারের মতো একজন মহিলা বিধায়ক পেল নাগাল্যান্ড। ডিমাপুর তৃতীয় আসনে জয়ী হয়েছেন বিজেপির মিত্র এনডিপিপি-র হেকানি জাখালু।

নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৮৩ জন প্রার্থীর মধ্যে চারজন মহিলা প্রার্থী ছিলেন। চারজনের মধ্যে ছিলেন ৪৮ বছর বয়সী আইনজীবী-কর্মী জাখালু।

জাখালু লোক জনশক্তি পার্টির আজেতো জিমোমিকে হারিয়ে ইতিহাস তৈরি করেছেন।

এনডিপিপির আরেক মহিলা প্রার্থী সালহাউতুনুও ক্রুজের পশ্চিম আঙ্গামি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ক্ষমতাসীন NDPP-BJP জোট নাগাল্যান্ডে ক্ষমতায় ফিরতে চলেছে যেখানে ভোট গণনা চলছে।

Author

Spread the News