রহস্যময় পোস্টার, শিলচের পর আইজলেও খোলার নির্দেশ

বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : শিলচরের পর মিজোরামেও ধাক্কা খেল সিমেন্ট কোম্পানির বিজ্ঞাপন। ‘তুমহারা নাম ক্যায়া হ্যায়?, ‘তোমার নাম কি’ বা ‘হোয়াট ইজ ইউর নেম’- এমন রহস্যময় পোস্টার বিজ্ঞাপন আইনকে ভঙ্গ করেছে বলে পোস্টার গুলো দ্রুত সরিয়ে নেওয়ার জন্য  আইজল পুর নিগম বিজ্ঞাপনদাতা কোম্পানি মেঘালয়ের গোল্ডস্টোন সিমেন্টকে কড়া নির্দেশ দিয়েছে।

আইজল পুর নিগমের যুক্তি হচ্ছে মেঘালয় ভিত্তিক ওই সিমেন্ট কোম্পানির পোস্টার হোর্ডিং বিজ্ঞাপন আইন ২০১৩-কে ভঙ্গ করেছে। আইজলের জন্য জীবনে বিভ্রান্তি ও নতুন করে অসুবিধার সৃষ্টি করেছে। এ ধরনের বিজ্ঞাপনের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া মেনে কাজ করা উচিত সিমেন্ট কোম্পানির। যার জন্য অবিলম্বে এসব সরানোর নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞাপনদাতা কোম্পানিকে।

এ দিকে শিলচরেও পোস্টার খোলার নির্দেশ দেয় পুরসভা কর্তৃপক্ষ। নির্দেশ মতে বুধবার শিলচর শহর থেকে অর্ধ শতাধিক পোস্টার খোলা হয়েছে বলে জানা যায়।

রহস্যময় পোস্টার, শিলচের পর আইজলেও খোলার নির্দেশ

Author

Spread the News