যুবতীর রহস্যজনক মৃত্যু
বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : আরও এক যুবতীর রহস্যজনক মৃত্যু। গুয়াহাটি মহানগরে হাতিগাঁও বিষ্ণুজ্যোতি রোডের এক বাড়িতে যুবতীর লাশ উদ্ধার হল। রিয়ানশি প্রাইড নামের ভবনের চতুর্থ তলায় যুবতীর দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
চরম সিদ্ধান্ত নেওয়া যুবতীর নাম সাহেবা রহমান। তথ্য অনুযায়ী, মৃত যুবতীর বিষ্ণুজ্যোতি রোডের একটি ফাস্ট ফুডের দোকান ছিল।
