মিজোরামে রহস্যজনকভাবে নিখোঁজ চালক, রাস্তার পাশ থেকে উদ্ধার লরি

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২২ মার্চ : মিজোরামের শিয়ালসুখ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন রঞ্জিত রী (৪২) নামে এক ট্রাকচালক। ধলাই বিধানসভার দুয়ারবন্ধ এলাকার বাসিন্দা রঞ্জিত শিলচর থেকে পণ্য নিয়ে মিজোরামের লুঙলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। গত ১৫ মার্চ তারিখে শিয়ালসুখ এলাকায় পৌঁছালে তার লরিটি বিকল হয়ে যায়।

রঞ্জিত সঙ্গে সঙ্গে লরির মালিককে বিষয়টি অবগত করেন। ট্রাক মালিক গাড়িটি সারাই করাতে শিলচর থেকে একদল মেকানিককে ঘটনাস্থলে পাঠান। মেকানিক দল যখন সেখানে পৌঁছান, তখন দেখতে পান রাস্তার ধারে লরিটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। গাড়িটির দরজা খোলা, ভেতরে চালকের মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র ছিল অক্ষত, কিন্তু চালকের কোনও খোঁজ নেই।

মিজোরামে রহস্যজনকভাবে নিখোঁজ চালক, রাস্তার পাশ থেকে উদ্ধার লরি

মেকানিক দল চালক নিখোঁজ সে বিষয়টি লরির মালিককে অবগত করেন, লরি মালিক রঞ্জিতের গ্রামেরই বাসিন্দা, তিনি রঞ্জিত নিখোঁজ হওয়ার বিষয়টি, রঞ্জিতের পরিবারকে অবগত করান। রঞ্জিতের পরিবারের সদস্যদের নিয়ে তিনি পৌঁছান সেখানে। সেখানকার স্থানীয় থানাতে রঞ্জিত নিখোঁজ এর বিষয় জানিয়ে একটি নথিভুক্ত করেন তারা। কিন্তু এখনও পর্যন্ত রঞ্জিতের কোনও খোঁজ পাওয়া যায়নি। রাস্তার ধারে পরিত্যক্ত অবস্থায় গাড়ি রেখে চালাক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। রাস্তার ধারে গাড়ি রেখে রঞ্জিত নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

মিজোরামে রহস্যজনকভাবে নিখোঁজ চালক, রাস্তার পাশ থেকে উদ্ধার লরি
Spread the News
error: Content is protected !!