‘আমার রাজ্য জ্বলছে’ শান্তি ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীকে অনুরোধ মেরি কমের

৪ মে : বিক্ষোভের জেরে জ্বলছে উত্তরপূর্বের রাজ্য মণিপুর। ৮ জেলায় তুমুল অশান্তি, সংঘর্ষ শুরু হয়েছে। জারি করা হয়েছে কার্ফু। পরিস্থিতি সামাল দিতে সেনা নামানো হয়েছে সেখানে। মণিপুরের রাজধানী ইম্ফলে ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আগুন।
একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একাধিক প্রার্থনা কেন্দ্রেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ নিয়ে মণিপুরের এই অশান্তির ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কাতর আর্জি জানিয়েছেন বক্সার মেরি কম। তিনি টুইট করে লিখেছেন, আমার রাজ্য জ্বলছে। মণিপুরে শান্তি ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে অনুরোধ জানিয়েছেন মেরি কম।

এ দিকে, ইম্ফল এবং চন্দনপুর এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিক্ষোভের জেরে। সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি মোকাবিলায়। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।

গত কয়েকদিন ধরেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে উত্তর পূর্বের রাজ্য মণিপুর। মেইতেই জাতিকে তপশিলি উপজাতির অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। সেই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে রাজধানী ইম্ফল এবং নারায়ণপুরে। প্রথমে আদিবাসীরা চন্দ্রচূড়পুরে টোরবাং উপজাতিদের সমর্থণে মিছিল বের করেছিল। সেই মিছিলকে কেন্দ্র করেই অশান্তি ছড়িয়ে পড়ে।

তারপরেই জেলায় জেলায় আদিবাসী সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ মিছিল বের করে। রাজধানী ইম্ফলেও মিছিল বের করে। সেই মিছিল থেকেই এককাধিক জায়গায় হিংসা ছড়ানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে কার্ফু জারি করা হয়েছে হিংসা বিধ্বস্ত এলাকায়। কোনও রকম জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

সেনা নামানোর পাশাপাশি অসম রাইফেলসকেও মোতায়েন করা হয়েছে। ইম্ফলের কাকচিং, থুবাল, জিরিবাম এবং বিষ্ণুপুর জেলায় তল্লাশি চালানো হয়েছে। সেই চন্দ্রচূড়পুর, কাঙ্গপোকপি, তেঙ্গনংপোল জেলাতেও জারি করা হয়েছে কার্ফু। যাতে কোনও রকম গুজবে অশান্তি না ছড়িয়ে পড়ে সেকারণে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে এই সব জেলায়। আদিবাসী সম্প্রদায়ের ছাত্ররাও আন্দোলনে সামিল হয়েছে বলে জানা গিয়েছে।

Author

Spread the News