দেবীর আগমণে সঙ্গীতানুষ্ঠান সুদর্শন মিউজিক অ্যাকাডেমির

বরাক তরঙ্গ, ২০ অক্টোবর : উমার পিতৃগৃহে আগমন বিষয়ক গানের ডালা সাজিয়ে একটি মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করল হাইলাকান্দি শহরের অগ্রগণ্য সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুদর্শন মিউজিক অ্যাকাডেমি।‌ বুধবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন দীপ শঙ্কর পাল ও মণিময় সিনহা। তারপর উদ্বোধনী সঙ্গীতানুষ্ঠানে “আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও” গানটি পরিবেশন করে বেদত্রয়ী গোস্বামী।
একক সঙ্গীতানুষ্ঠানে একটি করে আগমনী গান শোনায় তনবিকা ভট্টাচার্য, কৌশিকী দেব, প্রায়ন্তিকা সরকার, গায়ত্রী ঘোষ, প্রতিক্ষা দেব, অনন্যা দাশ, পুষ্পা দাস, গুনগুন দাস, ঋতুরাজ পাল, প্রীতার্থ মালাকার, বিরাট দেবনাথ, সৃজা বনিক, বিদীপ্তা চৌধুরী, সাগ্নিক পাল, সোনাক্ষী রায়, অস্মিতা রায়, বাগীশ্বরী সিনহা, অমৃতাশ্মি শর্মা, মণিদীপা দাস, শ্রেয়শ্রী ঘোষ, দীপশিখা রায়, ত্রিশান দাস রয়, রাজশ্রী রায়, নন্দিনী দাস, ঊর্মিলা চক্রবর্তী, দীপান্বিতা মালাকার, মৌশিখা পাল, মৌলি পাল, মৌমিতা দেব ও দিতিপ্রিয়া পাল।

সমবেত সঙ্গীতানুষ্ঠানে সবার সাথে কণ্ঠদান করে মনোরাজ দাস, বিহান শর্মা, তনুশ্রী দে, জুয়েল দাস, নিকিতা শুক্লবৈদ্য, শ্রদ্ধা শর্মা, কৃতিকা পাল, সঙ্ঘমিত্রা চৌধুরী, মঞ্জিষ্ঠা চক্রবর্তী, কোয়েল দেব, রাজশ্রী চন্দ ও মঙ্গলী মালাকার।

সমগ্র অনুষ্ঠানে তবলা সঙ্গত করেন অভয় নাথ ও কিবোর্ড বাজিয়ে সহযোগিতা করেন বিশ্বরূপ ভট্টাচার্য। অ্যাকাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠানটি খুব সুন্দর ও সফল হয়েছে বলে উপস্থিত অভিভাবকরা একবাক্যে স্বীকার করেন।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত যোগদান আগামীদিনে বৃহৎ আকারে অনুষ্ঠান আয়োজনে অনুপ্রাণিত করবে বলে মনে করেন সংগীত শিক্ষক দীপ শংকর পাল। দিতিপ্রিয়া পালের কণ্ঠে একটি আগমনী গান পরিবেশন শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Author

Spread the News