নিখোঁজ বিশেষভাবে সক্ষম যুবক, টাকা দাবি করে একাধিক ফোন
বরাক তরঙ্গ, ২৪ মার্চ : বড়খলা সাবাশপুর চা-বাগান থেকে বিশেষভাবে সক্ষম এক যুবক নিখোঁজ হওয়ার পর টাকা দাবি করে একাধিক ফোন আসে পরিবারের কাছে। সোমবার নিখোঁজ হওয়া যুবকের পরিবাররা সংবাদ মাধ্যমকে জানান, বিশেষভাবে সক্ষম ২৫ বছর বয়সী বিকাশ মুরা ১১ মার্চ বাড়ি থেকে দুপুর ২টার দিকে বের হয়ে আর ঘরে ফিরে আসেননি। এরপর পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজির করার পরও কোনও সন্ধান পাননি। ২১ মার্চ বিকাশের পরিবার একটি নিখোঁজ মামলা দায়ের করেন বড়খলা থানায়।
তাঁরা আরও বলেন, অজ্ঞাতনামা একটি নম্বর থেকে একাধিক ফোন কল আসার পর তাঁরা টাকা দাবি করে কিন্তু বিকাশের অবস্থান সম্পর্কে কোনও তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। বর্তমানে পরিবারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন এবং জনগণের কাছে বিকাশের সন্ধান জন্য বিনম্র আবেদন করেন। যোগাযোগ নম্বর হল ৯৩৮৭১৮৯৮৩/৭৬৩৭৯৬১৫০১।

