শিলচর কলেজ রোডে সড়ক দুর্ঘটনায় উত্তেজনা, আহত একাধিক

বরাক তরঙ্গ, ৬ আগস্ট : শিলচর কলেজ রোডে সড়ক দুর্ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে নামানো সিআরপিএফ বাহিনীকেও। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কয়েকজন যাত্রী। মঙ্গলবার রাত ১১টা নাগাদ শিলচর কলেজ রোড এলাকায় ঘটেছে দুর্ঘটনাটি।

জানা যায়, একটি চার চাকার বাহন দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা মারে একটি ই-রিকশায়। এতে ই-রিকশায় থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা কলেজ রোড এলাকার বাসিন্দা বলে জানা যায়। ট্রাফিক পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি বাহন হেফাজতে নিয়ে যায়।

Spread the News
error: Content is protected !!