আইপিএল নিলামে ফের ডাক করিমগঞ্জের মুক্তারের

বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : অসমের তারকা পেসার মুক্তার হুসেন ফের আইপিএলের নিলামে ডাক পেলেন। গত বছরও একইভাবে নিলামের শর্টলিস্ট যায়গা করে নিয়েছিলেন।
তবে শেষ পর্যন্ত কোনও দলে স্থান মিলেনি। এবারেও তিনি ৩৩৩ জনের তালিকায় ঢুকেছেন। জন্মসূত্রে করিমগঞ্জ জেলার বাসিন্দা হচ্ছেন মুক্তার। করিমগঞ্জ জেলার মুল্লাগঞ্জে মুক্তারদের বাবার বাড়ি। তিনি এবং তাঁর ছোট ভাই ডিব্রুগড়ে দাদুর (নানা) বাড়িতে থেকে বড় হয়েছেন। ছোটবেলা  মা হারালে দিদা-ই তাঁদের লালন পালন করেছেন। ফলে, রক্তের টান থাকলেও বাড়ির টান নেই মুক্তারের।

আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে হতে চলেছে আইপিএলের নিলাম পর্ব। মোট ১১৬৬ জন ক্রিকেটার নিলামের জন্য নাম নথিভুক্ত করলেও কাটছাঁটের পর তৈরি হয়েছে ৩৩৩ জনের সংক্ষিপ্ত তালিকা। যার মধ্যে অসমের চারজন রয়েছেন। তাঁরা হলেন- মৃন্ময় দত্ত, মুক্তার হুসেন, সুমিত গাড়িগাঁওকর এবং আকাশ সেনগুপ্ত। ২৪ বছরের মুক্তার বর্তমানে আসামের সিনিয়র ক্রিকেট দলে রয়েছেন। দলের নির্ভরযোগ্য সদস্য তিনি। আইপিএলের মূল জার্সি না পেলেও সানরাইজার্স হায়দরাবাদের নেট বোলার হিসেবে ২০২০ সালে সংযুক্ত আরব আমিরশাহিতে ছিলেন। কোভিড মহামারীর জন্য সেবার আমিরশাহিতে আইপিএলের আসর বসেছিল।

প্রসঙ্গত, ফ্র্যাঞ্চাইজিরা যে সব ক্রিকেটারকে পছন্দের দীর্ঘ তালিকায় তালিকায় রেখেছেন, তাঁরাই শর্টলিস্টে এসেছেন। সে অনুযায়ী মুক্তারের দলে এবারেও স্থান দখল বেশ কঠিনই হবে। এবার মোট ৪৩ ভারতীয় ক্রিকেটার আইপিএলে দল পাবেন। নিলামের শর্টলিস্টে থাকা ভারতীয়র সংখ্যা ২১৪ জন।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News