ব্যাঙ্কে ৫৪ কোটি টাকা জমা দিলেন  মুহাম্মদ ইউনুস

১১ মার্চ : ২০১১ থেকে ২০১৩ করবর্ষের আয়কর আপিল দায়ের করার জন্য ব্যাঙ্কে ৫৪ কোটি টাকা জমা দিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস। রবিবার বিকেলে রুপালি ব্যাঙ্ক পল্লবী শাখায় হাইকোর্টের নির্দেশে এই অর্থ জমা দেওয়া হয়।

গত ১২ ফেব্রুয়ারি ড. মুহাম্মদ ইউনুসের গ্রামীণ টেলিকম ট্রাস্টকে ৫৪ কোটি টাকা জমা দিয়ে ২০১১ থেকে ২০১৩ করবর্ষের আয়কর আপিল দায়ের করার নির্দেশ দেন হাইকোর্ট। পরে এর লিখিত রায় প্রকাশ করা হয়। এ নিয়ে আপিল বিভাগে না গিয়ে ব্যাংকে অর্থ জমা দিলেন তিনি।

ব্যাঙ্কে ৫৪ কোটি টাকা জমা দিলেন  মুহাম্মদ ইউনুস

এর আগে গত ২৮ জানুয়ারি আদালতে উপস্থিত হয়ে শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আপিল আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করেন ড. ইউনুস ও গ্রামীণ টেলিকমের অপর তিন কর্মকর্তা। সেই আবেদন খারিজ করে এ রায় দেন হাইকোর্ট। রায়ে আদালত বলেন, আইন অনুযায়ী যেটা দেওয়ার সেটাই ড. ইউনুসকে দিতে হবে। এখানে অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই।

Author

Spread the News