সাংসদ খুনের ঘটনায় রহস্যজনক ভাবে নিরব স্ত্রী

২ জুন : মেয়ে ডরিন বাবার খুনের ঘটনায় দৌড়ঝাঁপ করলেও স্বামী হত্যা কিংবা নিখোঁজ সংক্রান্ত বিষয়ে একেবারেই নিরব ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের স্ত্রী। এই নিরবতাকে অনেকেই রহস্যজনক মনে করছেন। এই রহস্যের নেপথ্যে কি অন্য কোনো কিছু লুকিয়ে রয়েছে? কেউ কেউ বলছেন, স্বামীর স্বভাব চরিত্র নিয়ে নেতিবাচক ধারণার ক্ষোভ থেকেই স্ত্রী নিরবতা পালন করছেন।

আনোয়ারুল আজিম আনার প্রেম করে প্রতিবেশি তরুণীকেই বিয়ে করেছিলেন। তার খুনের পর মেয়ে ডরিনই কথা বলছেন সবার সামনে। আনার কলকাতায় নিখোঁজের পর বাবার সন্ধান পেতে প্রথমে ঢাকার ডিবি কার্যালয়ে আসেন তার মেয়ে। ডিবির পরামর্শে শেরেবাংলা নগর থানায় মামলাও করেন তিনি। আনার হত্যার বিষয়টি প্রকাশ্যে এলে নিজ এলাকায় প্রতিবাদ সমাবেশ মানবন্ধন হলে কন্যা ডরিন আগুনঝরা বক্তৃতা দিলেও সেখানেও দেখা যায়নি আনারের স্ত্রীকে। পরিবারের পক্ষ থেকে আনার হত্যার মূল কারণ কিংবা সম্ভাব্য ঘাতক কারা এ প্রসঙ্গে কোনও ধারণা দিতে পারেননি। তারা চেয়ে আছেন কলকাতা-বাংলাদেশ পুলিশের তদন্তের দিকে। ডরিন ছাড়াও আনারের আরও একজন মেয়ে রয়েছেন। যার নাম অরিন। তিনি চিকিৎসক।

অনেকেই বলেছেন, স্বামীর বিষয়ে একজন স্ত্রীর যতটা স্পষ্ট ধারণা থাকে তা অন্য কারও থাকার কথা নয়। এছাড়া স্ত্রী হিসেবে স্বামীর সব কিছুই অবহিত থাকে একজন স্ত্রীর। তবে আনারের ক্ষেত্রে তার স্ত্রী এখনো কোনো কিছু জানাতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনীকে।
সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত কলকাতার ফ্ল্যাটে বাংলাদেশের সংসদ সদস্য খুনের ঘটনা। গত ১৩ মে চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে মাঠে নামে কলকাতা ও ঢাকার পুলিশ। ঢাকার শেরেবাংলানগর থানায় আনারের নিখোঁজ সংক্রান্ত মামলা হলেও কলকাতায় হয় আনার খুনের মামলা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সংসদ সদস্য হত্যা হয়েছেন ভারতে। সেজন্য সেখানেই হত্যা মামলাটি হয়েছে। কাজেই হত্যাকাণ্ডের মূল মামলার তদন্ত করবে ভারত। তারা আমাদেরকে এ মামলায় সম্পৃক্ত করলে তবে আমরা সেখানে গিয়ে তদন্ত করব। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের আসামি বিনিময় চুক্তি রয়েছে। আমাদের দেশে হলে আমরা আসামিকে দেশে আনার ব্যবস্থা করতাম। এই হত্যাকাণ্ডে জড়িত একজন পালিয়ে নেপাল গেছেন। তাকে ফিরিয়ে আনার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আমরা গ্রহণ করছি। আমরা এখনও সুনিশ্চিত বলতে পারছি না যে, এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শাহিন কোথায় আছেন!

উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম গত ১২ মে দর্শনা সীমান্ত হয়ে কলকাতায় যান।
পরদিন কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনসের একটি ফ্ল্যাটে তিনি খুন হন। ২২ মে তাঁর খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করে দুই দেশের পুলিশ। এ ঘটনার মূল পরিকল্পনাকারী শাহীন যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি খুনের পর নেপালের কাঠমান্ডু হয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান বলে পুলিশ বলছে। আরেক অভিযুক্ত সিয়াম নেপালে আটক হয়েছেন। খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা।

Author

Spread the News