সাংসদ কণাদ পুরকায়স্থকে সংবর্ধনা শিলচর স্পোর্টিং ক্লাবের
বরাক তরঙ্গ, ৫ জুলাই : শনিবার নবনির্বাচিত রাজ্যসভার সদস্য কণাদ পুরকায়স্থকে সংবর্ধনা জানালো শিলচর তথা বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ও সুপ্রাচীন ক্রীড়া সংগঠন শিলচর স্পোর্টিং ক্লাব। এদিন সকালে সংস্থার সভাপতি ড. অনুপকুমার রায়, উপ-সভাপতি বাবুল হোড়, কোষাধ্যক্ষ সত্যজিৎ দাস, সদস্য যথাক্রমে অভিজিৎ ধর, শঙ্কর সরকার, কমলেশ দাশ প্রমুখ সাংসদের নতুনপট্টিস্থিত বাসভবনে গিয়ে স্মারক সম্মাননা, পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে সংবর্ধিত করেন।
উল্লেখ্য, বিগত ১ জুলাই শিলচর স্পোর্টিং ক্লাবের কার্যকরী সভার সিদ্ধান্ত অনুযায়ীই এদিন সাংসদকে সংবর্ধণা প্রদানের উদ্যোগ নেওয়া হয়। গোটা অনুষ্ঠানের ব্যবস্থাপণা ও সহযোগিতায় মূখ্য ভূমিকা পালন করেন ক্লাবের অন্যতম সদস্যদ্বয় জয়দীপ কর ও অনিমেষ চন্দ।

এদিন সংস্থার সভাপতি অনুপকুমার রায় বলেন, অত্যন্ত ঘরোয়া ভাবে সাংসদের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে। আমাদের ক্লাব শিলচর তথা বরাক উপত্যকার দ্বিতীয় প্রাচীন ক্রীড়া সংগঠন একথা সাংসদের নজরে আনার পর তিনি অত্যন্ত খুশি ব্যক্ত করেন এবং আগামীদিনে শিলচর স্পোর্টিং ক্লাবের উন্নয়নে সবধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুপবাবু বলেন, যেহেতু এর মধ্যেই সাংসদ শিলচরের বাইরে চলে যাবেন তাই হাতে পর্যাপ্ত সময় না থাকায় তড়িঘড়ি করেই সংবর্ধণা কার্যক্রম করতে হয়েছে আমাদের।

উপ-সভাপতি বাবুল হোড় বলেন, ৯০ বছর পূর্তি উপলক্ষে এবছরের শেষ দিকে আমরা ক্লাবের নানা ধরণের অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সাংসদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি এবং তিনি আমাদের যথাসাধ্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।