দুর্ঘটনায় অন্নদাশঙ্কর দাসের অকাল প্রয়াণে শোক বিভিন্ন মহলের

বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : নবমীর রাতে ধলাইর লায়লাপুর অঞ্চলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফ্রেঞ্চনগর গ্রামের বাসিন্দা অনিলচন্দ্র দাসের জৈষ্ঠ্য পুত্র অন্নদাশঙ্কর দাস (অপু ) এর অকাল প্রয়াণে শোক প্রকাশ করেন বিধায়ক নীহাররঞ্জন দাস সহ বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। বৃহস্পতিবার অন্নদাশঙ্করের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে গিয়ে  শ্রদ্ধা নিবেদন করেন বিজেপির কাছাড় জেলা কমিটির কার্যনির্বাহক সদস্য অমিয়কান্তি দাশ, বিজেপি কর্মকর্তা অমলেন্দু দাশ, আসাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার বিশ্বজিৎ দাস, চান্নিঘাট জিপির প্রাক্তন সভাপতি রাজীব উদ্দিন লস্কর, চান্নিঘাট জিপি সভানেত্রীর প্রতিনিধি দিলীপকুমার রায় ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি সুদীপ বিশ্বাস, গ্রুপ সদস্যা জয়শ্রী রায়, বিধূমতি রায় ও নজির উদ্দিন লস্কর, সমাজকর্মী কমলেশ দাশ প্রমুখ। কংগ্রেস নেতা ডাঃ অনুপকুমার রায়ও বাড়িতে গিয়ে শোক জানান।

এ দিকে, শোক প্রকাশ করেছেন ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাস, বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত সভাপতি আইনজীবী শান্তনু নায়েক, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ কাছাড় জেলা কার্যবাহ অসীম বিশ্বাস, বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলা সম্পাদক আইনজীবী রজত শীল, মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি সীতাংশু দাস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক আইনজীবী সুভাষ নাথ প্রমুখ। তারা প্রয়াতের আত্মার সদগতি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, প্রয়াত অন্নদাশঙ্কর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দীর্ঘ দিনের স্বয়ংসেবক হিসাবে দায়িত্ব পালন করে গেছেন। ব্যক্তিগত জীবনে স্টার ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন মা,বাবা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, দুই ভাই, দুই বোন সহ অসংখ্য গুনমুগ্ধ। 

Spread the News
error: Content is protected !!