কর্মরত অবস্থায় আকস্মিক মৃত্যু সশস্ত্র সুরক্ষা বাহিনীর জওয়ানের, শোক বৈঠাখালে
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : অরুণাচলের তাওয়াঙ্গে কর্মরত অবস্থায় আকস্মিক মৃত্যু ঘটলো শ্রীভূমি জেলার পাথারকান্দি থানা অধীন বৈঠাখাল চা-বাগান এলাকার কাটাবাড়ি গ্রামের বাসিন্দা তথা সশস্ত্র সুরক্ষা বাহিনীর ৬৭ নং ব্যাটালিয়নে এএসআই (জিডি) প্রদীপ গোয়ালার।মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৫ বছর। শনিবার মৃতদেহ বিমান যোগে বৈঠাখালে নিজের বাড়িতে এনে শেষকৃত্য করা হয়েছে।
এদিকে, সশস্ত্র সুরক্ষা বাহিনীর পক্ষে মৃত প্রদীপ গোয়ালাকে ভারতের একজন দক্ষ ও আদর্শবান দেশপ্রেমিক বীর সন্তান হিসেবে সম্বোধন করে এক শোক বার্তা প্রয়াতের স্ত্রী প্রতিভা গোয়ালার হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ দ্বিবেদী এবং ও জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাস প্রমুখ কাছে পৌঁছে দিয়ে এই পরিবারকে সর্বক্ষেত্রে সুরক্ষা ও সহযোগিতা প্রদান করার অনুরোধ করা হয়েছে বলে জানা যায়। প্রয়াত প্রদীপ গোয়ালার মত সাহসী বীর সৈনিকের মৃত্যুতে বৃহত্তর বৈঠাখাল চা বাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সেনার মৃতদেহ জাতীয় পতাকা দিয়ে ঢেকে গান স্যালুট জানিয়ে মর্যাদা সহকারে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রদীপ গোয়ালা রেখে গেছেন স্ত্রী ও তিন মেয়ে এবং দুই ভাই, তিন বোন সহ আত্মীয়স্বজন।