মাতৃভূমি কাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনাল আগামীকাল
কে দাশ, ধলাই।
বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : ধলাইর বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমি-র পরিচালনায় স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে আগামীকাল ২৭ আগস্ট বুধবার থেকে শুরু হতে চলেছে মাতৃভূমি কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল পর্য্যায়ের খেলা। এদিন প্রথম কোয়ার্টার ফাইনালে ব্রাইট স্টার ক্লাব রাজনগর ও লোকনাথপুর এফ.সি পরষ্পরের মুখোমুখি হবে। আয়োজক সংস্থার সভাপতি সীতাংশু দাস জানান, খেলা শুরু হবে বিকাল ৩টায়।
তিনি জানান, টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আগামী ২৮ আগস্ট বৃহস্পতিবার এলএইচ স্পোর্টিং নর্থ হাওয়াইথাং এবং টিএইচবি আর্জানপুর দল পরষ্পরের মোকাবিলা করবে। তিনি আপামর ফুটবল প্রেমী জনসাধারণের উপস্থিতি কামনা করে শান্তিপূর্ণ ভাবে ম্যাচ উপভোগ করার আহ্বান জানিয়েছেন।