মাতৃভূমি কাপ : সুষ্ঠুভাবে সম্পন্ন, সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : মাসব্যাপী ফুটবল প্রতিযোগিতা, মাতৃভূমি কাপ ২০২৫, সফলভাবে সম্পন্ন হওয়ায় ধলাইয়ের ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। ধলাইয়ের অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন ‘মাতৃভূমি’ কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টটি গত ৭ সেপ্টেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হয়। সংগঠনের সভাপতি সিতাংশু দাস এই সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

মাতৃভূমি তার ১৮ বছরের যাত্রায় ১৬টি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। প্রতিবছরই এই প্রতিযোগিতা ধলাই ও বরাক উপত্যকার মানুষের কাছে এক ফুটবল উৎসবে পরিণত হয়। এবারের টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নিয়েছিল, যারা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে প্রতিযোগিতাটি সম্পন্ন করতে সহযোগিতা করেছে। কোনও দল থেকে কোনও ধরনের অভিযোগ আসেনি, যা আয়োজকদের জন্য এক বিরাট সাফল্য।

মাতৃভূমি কাপ : সুষ্ঠুভাবে সম্পন্ন, সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ

সভাপতি সিতাংশু দাস সুষ্ঠুভাবে খেলা পরিচালনায় সহায়তার জন্য বিভিন্ন ব্যক্তি ও সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ধলাই থানার অফিসার ইনচার্জ, সিডি-এসপি সহ প্রশাসনের সকল স্তরের কর্মী এবং সমজেলা আয়ুক্ত রক্তিম বরুয়ার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান।

এছাড়াও, টুর্নামেন্ট চলাকালীন সময়ে মাঠে উপস্থিত থেকে হাজার হাজার দর্শক খেলাটিকে সফল করতে সহায়তা করেছেন। মাঠে দর্শক ঠাসা থাকলেও তাদের শৃঙ্খলা ছিল চোখে পড়ার মতো। সিতাংশু দাস জেলা ক্রীড়া সংস্থা এবং শিলচর ক্রীড়া সাংবাদিক সংস্থার প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন, যারা খেলা পরিচালনায় নানাভাবে সহায়তা করেছেন।

ভারতীয় জনতা পার্টির সভাপতি রূপম সাহা ও তার দলের কর্মীরাও খেলা পরিচালনায় মাতৃভূমিকে সহায়তা করেছেন। সিতাংশু দাস তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান। ধলাইয়ের বিধায়ক নীহাররঞ্জন দাস এই টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত মাতৃভূমিকে সহযোগিতা করেছেন। ফাইনালের দিন তিনি মাঠের উন্নয়নের জন্য ২০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা করেছেন, যার জন্য বিধায়কের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন সিতাংশু দাস।

যারা আর্থিকভাবে বা স্পন্সর হিসেবে সহায়তা করেছেন, আকাশবাণী শিলচর সহ স্থানীয় বিভিন্ন দৈনিকের সাংবাদিক, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক , ব্লগার, ইউটিউবার এবং ফেসবুক পেজ পরিচালনাকারী, যারা টুর্নামেন্টকে জনগণের সামনে তুলে ধরেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, খুব শিগগিরই একই মাঠে এমএলএ কাপ অনুষ্ঠিত হবে, যেখানে ধলাই সম-জেলার একটি দল এবং শিলচর থেকে আরও দুটি দল অংশ নেবে। তিনি আশা প্রকাশ করেন যে এই টুর্নামেন্টেও সবার সহযোগিতা পাওয়া যাবে।

সবশেষে, সভাপতি সিতাংশু দাস মাতৃভূমির সকল সদস্য এবং বরাক উপত্যকার সকল ফুটবলপ্রেমীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাদের সম্মিলিত সহযোগিতায় মাতৃভূমি কাপ ২০২৫ একটি স্মরণীয় আয়োজন হিসেবে সফল হয়েছে।

Spread the News
error: Content is protected !!