ধলাইয়ে ১ আগস্ট থেকে শুরু হচ্ছে মাতৃভূমি কাপ
বরাক তরঙ্গ, ১০ জুলাই : ধলাইর মাতৃভূমি কাপ প্রাইজমানি নক-আউট ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। আগামী ১ আগস্ট থেকে ধলাই বিএনএমপি হায়ার সেকেন্ডারি স্কুল খেলার মাঠে ৩২ দলের এই ফুটবল মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার মাতৃভূমি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে সংস্থার সভাপতি সিতাংশু দাস এই টুর্নামেন্টের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ট্রফিসহ নগদ ৫০ হাজার টাকা এবং রানার্স পুরস্কার হিসেবে থাকছে একটি ট্রফিসহ নগদ ২৫ হাজার টাকা। প্রতিটি খেলায় ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কারের পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের নগদ ২০০০ টাকা ও ট্রফি দিয়ে সম্মানিত করা হবে।
সিতাংশু দাস আরও জানান, এই টুর্নামেন্টে অংশ নিতে ইচ্ছুক দল বা সংগঠনগুলোকে আগামী ২২ জুলাইয়ের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। খেলা পরিচালনায় শিলচর জেলা ক্রীড়া সংস্থা সহযোগিতা করবে এবং কাছাড় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনেরও সহযোগিতা চাওয়া হবে।

এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিএনএমপি এইচএস স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, মাতৃভূমির সহ-সভাপতি চপলকুমার দাস ও শঙ্কর ভট্টাচার্য, স্পোর্টস সেক্রেটারি পিংকু বর্মন, সম্পাদক অসুক দাস এবং কোষাধ্যক্ষ বাপ্পা পাল প্রমুখ।