৮ বছরের শিশুকে হত্যা করে থানা আত্মসমর্পণ মায়ের
১৯ জানুয়ারি : একজন মা কী ভাবে এত নির্দয় হতে পারে? এই ঘটনা শুনে অবাক হয়ে যাবেন। এক ভয়ংকর ঘটনা। এক মা তার সন্তানকে হত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের সোনারপুরে। শনিবার নরেন্দ্রপুর থানা অধীন খিয়াদার মৌলিহাটি এলাকায় এ ঘটনা ঘটে। ছেলেটি বারবার দুষ্টামি করে মাকে বাধা দিচ্ছিল। মা বারবার বাধা দেওয়ার পরেও অবুজ ছেলে দুষ্টুমি করতে থাকে। এরপর মা তার ৮ বছরের শিশুর গলায় ওড়না দিয়ে পেছিয়ে হত্যা করেন। পরে ওই মহিলা অপরাধের কথা স্বীকার করে নিজেই।
সূত্রের খবর, সন্তানকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেন মহিলা। তিনি পুলিশের কাছে স্বীকার করেছে যে সে রাগের বশে তার ৮ বছরের ছেলেকে হত্যা করেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংবাদমাধ্যমের সামনে খুনের কথা স্বীকার করেছেন ওই মহিলা। সূত্রের খবর, আজ শিশুটির ময়নাতদন্ত করা হয়।