শিলচরে ৭২০ টাইকোয়ান্ডো অ্যান্ড ফিটনেস অ্যাকাডেমির টুর্নামেন্টেে দুই শতাধিক প্রতিযোগী
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ জুলাই : বিশাল সংখ্যক প্রতিযোগীদের নিয়ে জাঁকজমকের মাধ্যমে শেষ হলো পঞ্চম ফাউন্ডেশন কাপ ওপেন ইনভাইটেশন ইন্টার ক্লাব টাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ ২০২৫। শিলচর ডিএসএ-র প্রাঙ্গণস্থিত আশীর্বাদ ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন হয়। ৭২০ টাইকোয়ান্ডো অ্যান্ড ফিটনেস অ্যাকাডেমি আয়োজিত এদিনের টুর্নামেন্টের উদ্বোধনীতে ছিলেন জেলা ক্রীড়া আধিকারিক সারথ টেরং, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, ভারপ্রাপ্ত সচিব দেবাশিষ সোম, সমাজসবী রূপম নন্দী পুরকায়স্থ, আয়োজক সভাপতি প্রদীপ নাথ, মুখ্য উপদেষ্টা গজেন্দ্র চন্দ্র দাস, উপদেষ্টা রাজেশ দাস, চিফ টেকনিকাল কাইরোগি অ্যাডভাইজার বিশ্বজিৎ ঘোষ (শ্রীভূমি), চিফ টেকনিকাল পোমসে অ্যাডভাইজার বিভাভুষন চক্রবর্তী (হাইলাকান্দি), সচিব রোমি শেখ সহ অন্যান্যরা। মোট ৭টি ইভেন্টে ছেলে মেয়েদের ব্যক্তিগত এবং গ্রুপ ভিত্তিক বিভিন্ন বয়স ও ওজনের ক্যাটাগরিতে প্রতিযোগিরা অংশ নেয়। টাইকোয়ান্ডোর ইভেন্টের মধ্যে কাইরোগি (ফাইট), পোমসে (ব্যক্তিগত, জোড়া ও দল), স্পিড কিক, সেল্ফ ডিফেন্স ইত্যাদি ছিল। প্রতিযোগিতায় বরাকের তিন জেলা ও কামরূপ জেলার বিভিন্ন ক্লাব থেকে দুই শতাধিক প্রতিযোগী অংশ নেয়। এক প্রতিক্রিয়ায় সচিব রোমি শেখ জানান, মেগা এই টুর্নামেন্টকে সফল করে তুলতে সংগঠনের প্রতিজন সদস্য, উপদেষ্টারা অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের জন্যই পঞ্চম বারের মতো টুর্নামেন্ট আয়োজন ও এর সমাপ্তি সুন্দরভাবে শেষ হয়েছে।
এছাড়া তিনি এও বলেন, টুর্নামেন্টকে সার্থক করে তুলতে জেলার বাইরে থেকে রেফারি ও টেকনিক্যাল অ্যাডভাইজার নিয়োগ করা হয়েছে, যারা সুশৃঙ্খলভাবে খেলা সমাপ্তিতে অবদান রেখেছেন। তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি । এসব ছাড়াও অনেক ব্যক্তি, সংগঠন এবং সর্বোপরি ব্যবসায়িক প্রতিষ্ঠান নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রোমি শেখ।