কাঠ ফাটা রোদ উপেক্ষা করে হেঁটে হাজার অধিক লোক সামিল জুলুসে মোহাম্মদিতে

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : পয়গম্বর হজরত মুহাম্মদ (সাঃ) জন্মদিবস উপলক্ষে সোমবার শিলচরের সোনাই রোড থেকে এক বিশাল শান্তি মিছিল বের করলেন ইসলাম ধর্মাবলম্বীরা। কাছাড় জেলা জুলুসে মোহাম্মদি কমিটির ব্যবস্থাপনায় সকাল ৭ টায় শহরতলি সোনাই রোড রহমানিয়া মসজিদের প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়। পরে আউলিয়া বাজার, সোনাবাড়িঘাট হয়ে সোনাই মাঠে গিয়ে পৌঁছে খুশির মিছিল। সমাপ্তি অনুষ্ঠানে বিশিষ্ট ইসলামি পণ্ডিতরা উপস্থিত হয়ে দিনটির তাৎপর্য নিয়ে বক্তব্য পেশ করেন। পরে মিলাদ পাঠ ও বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করেন উজানডিহির পীর মওলানা সৈয়দ জুনাইদ আহমেদ।

কাঠ ফাটা রোদ উপেক্ষা করে হেঁটে হাজার অধিক লোক সামিল জুলুসে মোহাম্মদিতে
বয়ান পেশ করছেন মওলানা মবরুর আহমেদ বড়ভূইয়া।

সোনাই ফুটবল মাঠে আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহলে সুন্নতের কার্যকরী সভাপতি মওলানা মবরুর আহমেদ বড়ভূইয়া, প্রচার সম্পাদক মওলানা ফয়েজ আহমেদ, মওলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত, মওলানা মহি উদ্দিন, মওলানা নজরুল ইসলাম, মওলানা সাবির হোসেন চৌধুরী, মওলানা শাহিদ আহমেদ, মওলানা জুবাইর খান, জুলুস কমিটির সভাপতি আনসার হোসেন বড়লস্কর, সম্পাদক আতাউর রহমান, কার্যকরী সভাপতি মওলানা নাজির হোসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক এম মকসুদ আহমেদ বড়ভূইয়া, যুগ্ম সম্পাদক হাফিজ আব্দুল হক, প্রচার সম্পাদক মজবুল হক লস্কর, সোনাই আঞ্চলিক জুলুস কমিটির সভাপতি মুফতি আওলাদ হোসেন মজুমদার, উপদেষ্টা হোসেন আহমেদ, মেহবুব আলম সহ অন্যান্যরা।

কাঠ ফাটা রোদ উপেক্ষা করে হেঁটে হাজার অধিক লোক সামিল জুলুসে মোহাম্মদিতে

এ দিকে, মিছিলে হাজার অধিক ছোট বড় বাহন ছিল। ছিল ঘোড়াও। বাহনগুলো সাজিয়ে তোলা হয়। পাশাপাশি ডিজে সাউন্ড সিস্টেম, মাইক, বিশাল জেনারেটর ছিল। সাদা-সবুজ পতাকাবাহী বাইক ছিল অসংখ্য। বিভিন্ন স্থানে তাদের পানীয়জল ও সরবত বিতরণ করে বিভিন্ন সংগঠন। ভাদ্র মাসের কাঠ ফাটা রোদ উপেক্ষা করে হাজার লোক পায়ে হেঁটে শান্তির মিছিলে অংশ নেন।

কাঠ ফাটা রোদ উপেক্ষা করে হেঁটে হাজার অধিক লোক সামিল জুলুসে মোহাম্মদিতে
কাঠ ফাটা রোদ উপেক্ষা করে হেঁটে হাজার অধিক লোক সামিল জুলুসে মোহাম্মদিতে

Author

Spread the News