ঘূর্ণিঝড় : পর্যটকশূন্য পুরী, ২০০-র বেশি ট্রেন বাতিল
২৩ অক্টোবর : বাংলা ও ওড়িশার উপকূলে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আগাম প্রস্তুতি। পর্যটকশূন্য করে দেওয়া হয়েছে পুরী। রাজ্য জুড়ে মোতায়েন হয়েছে প্রশিক্ষিত উদ্ধারকারী দল। ওড়িশায় বাতিল করা হয়েছে ২০০-রও বেশি ট্রেন।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে মঙ্গলবারই। বুধবার জন্ম নিয়েছে ঘূর্ণিঝ়়ড় ডানা। বৃহস্পতিবার তা আছড়ে পড়তে পারে ওড়িশা এবং বাংলার উপকূলে। মৌসম ভবনের পূর্বাভাস, ঝড়ের গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটারে। বাংলা ছাড়াও ওড়িশা এবং তামিলনাড়ুর জন্য সতর্কতা জারি হয়েছে।